bangladesh railway ticket online বুকিং করার নিয়ম

বর্তমানে আমরা জানি সবকিছু অনলাইনের মাধ্যমে ক্রয় বিক্রয় করা হয় ঠিক তেমনিভাবে বাংলাদেশ রেলওয়ে ট্রেনের টিকিট কাটার জন্য স্টেশনে গিয়ে অপেক্ষা করতে হয় না। ঘরে বসে যে কোন জায়গার টিকিট অনলাইন বুক করতে পারবেন। তাই আমি এই পোষ্টের মাধ্যমে নিয়ে এসেছি কিভাবে bangladesh railway ticket online বুক করবেন তা সম্পর্কে বিস্তারিত তাছাড়া বিকাশের মাধ্যমে ট্রেনের টিকেট কাটার নিয়ম, bangladesh railway apps 2023, ট্রেনের টিকিট কাউন্টার কোথায় এইসব সম্পর্কে চলুন জেনে নিই।

Bangladesh railway ticket online 2023

বাংলাদেশ রেলওয়ে সবচেয়ে নিরাপদ ও সাশ্রয়ী পরিবহন ধরা হয়েছে । তাই দূরপাল্লার যেকোনো সময় ট্রেন ব্যবহার করে থাকি কিন্তু ট্রেনের টিকিট অত্যন্ত দুঃসাধ্য হয়ে পড়ছে। অনেকের দীর্ঘ লম্বা লাইনে দাঁড়িয়ে শেষ পর্যন্ত হয়তো কেউ পাই না। তাই আপনি ঘরে বসেই খুব অল্প সময়ের মধ্যে ট্রেনের টিকিট বুক করতে পারেন।

অনলাইনে ট্রেনের টিকিট কাটার সময় রাত দিন 24 ঘন্টা  আপনি চাইলে আজ থেকে আগামী 4 দিন পর্যন্ত অনলাইনে অগ্রিম ট্রেনের টিকিট বুক করতে পারেন।

অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম

একদমই ট্রেনের টিকিট কাটার জন্য eticket.railway.gov.bd এই ওয়েবসাইট ভিজিট করে আপনার নাম ইমেইল ও মোবাইল নাম্বার দিয়ে একাউন্ট রেজিষ্ট্রেশন করে। তারপর প্রোফাইলে তথ্য আপডেট করে। আপনার ইস্টিশনে গন্তব্য অনুযায়ী নির্দিষ্ট তারিখে ট্রেন সার্চ করুন সবশেষে আসুন বাছাই করে অনলাইনে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করে ট্রেনে বুকিং কনফার্ম করুন।

ওয়েবসাইট থেকে অনলাই ট্রেনের টিকিট অগ্রিম টিকিট কাটার প্রক্রিয়া বিস্তারিত চলুন জেনে নিই

E ticket railway gov bd registration

আপনার মোবাইল বা ডেক্সটপ থেকে গুগল ক্রোম ব্রাউজার তে ভিজিট করে  eticket.railway.gov.bd  ওয়েবসাইটের-  Bangladesh Railway E-Ticketing Service প্রথমে বাংলাদেশ রেলওয়ে অফিশিয়াল ওয়েবসাইটে আপনার মোবাইল নাম্বার ও ইমেইল দিয়ে রেজিস্ট্রেশন বা সাইন আপ করতে হবে।

রেজিস্ট্রেশন করার জন্য উপরে ডানপাশে রেজিস্ট্রেশন বাটন ক্লিক করে। নিচের মত একটি ফর্ম আসবে। ইংরেজি নাম ইমেইল ফোন নম্বর আট অংকের একটি পাসওয়ার্ড সেট করতে হবে।

এনআইডি অথবা  Birth Registration Number যেটি আপনি দিতে সেটি identifition type   টাইপ অপশনে Drowdown অপশন বাছাই করুন আপনার ন্যাশনাল আইডি নাম্বার এবং Birth রেজিস্ট্রেশন নাম্বার লিখুন।  আপনার জাতীয় পরিচয় যদি এখনও হাতে পেয়ে না থাকেন তাহলে অনলাইন থেকে জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করতে পারেন।

এরপর আপনার পোস্টকোড  এবং নিজের ঠিকানা লিখুন। সবকিছু অবশ্যই ইংরেজিতে লিখতে হবে। কারণ বাংলা লেখার অপশন এখনো চালু হয়নি।

bangladesh railway ticket online

Verified

তারপর আপনার মোবাইলে 6 ডিজিটের একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে এবং কোডটি দিয়ে ভেরিফাই করে নিবেন আপনার মোবাইলে আসা ভেরিফিকেশন কোডটি  45 সেকেন্ডের মধ্যে সঠিকভাবে লিখে কন্টিনিউ বাটনে ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে।

Search for Trains

আপনার প্রোফাইল আপডেট করা শেষে ওয়েবসাইটে হোম পেজে ফিরে যাবেন। তারপর আপনি কোন স্টেশন থেকে রওনা হবেন আর কোন স্টেশনে নামবেন সে অনুযায়ী ট্রেন খুঁজে বের করুন। From – স্টেশন থেকে ট্রেনে উঠবে তা বাছাই করুন এবং To- আপনি যে স্টেশনের নাম বেলতা বাছাই করবেন।

choose class – এখানে উপরের মত অপশন গুলো পূরণ করে হলুদ রংয়ের find বাটনে ক্লিক করুন। তারপর আপনার বাছাইকৃত তারিখের সকল ট্রেন গুলো দেখান হবে। এখানে আপনার পছন্দ অনুযায়ী আপনার মত করে ট্রেনের টিকিট কাটার বাছাই  করে সিলেক্ট করুন।

Select the train seat

আপনার যাত্রা সমূহ আসনের ধরন অনুযায়ী পছন্দমত  ট্রেন ও সিট বাছাই করুন। সেই জন্য আপনার পছন্দমত টিকিট খালি থাকা সাপেক্ষে সিট পর্যাপ্ত থাকলেই view seats বাটনে ক্লিক করে সিট বুকিং করুন। শিশুদের টিকিটের মূল্য পরের ধাপে সম্পন্ন করা হবে। তারপর continue purchase বাটনে ক্লিক করে পরের ধাপে যান।

bangladesh railway ticket online

Enter passenger information

এই ধাপে  যত গুলো সিট বুক করেছেন সেইসব যাত্রীদের নাম এবং শিশু বা বয়স্ক কি না তা সিলেক্ট করতে হবে।৩ থেকে 12 বছর বয়সী passanger type child সিলেক্ট করুন। child সিলেক্টি করলে তার ভাড়া সংক্রিয়ভাবে সমন্বয় হবে বা কমে যাবে।

Payment of ticket price

এখানে টিকিটের মুদ্রার পরিমাণ ব্যাংক চার্জ ভ্যাট ও মোট খরচের পরিমাণ দেখানো হবে। বিকাশে টিকিটের মূল্য পরিশোধ করার জন্য মোবাইল ব্যাংকিং বিকাশ, নগদ, রকেট অথবা ডেবিট/ক্রেডিট অপশন বাছাই করুন। তারপর কনফার্ম পাসেজ বাটনে ক্লিক করে পেমেন্ট সম্পূর্ণ  করুন।

Download and print train tickets

সফলভাবে ট্রেনের টিকিট পেমেন্ট সম্পন্ন করার সাথে সাথে Bangladesh Railway E – Train Ticket systen থেকে E- Ticket ইস্যু করা হবে। টিকিট স্বয়ংক্রিয়ভাবে আপনার chrome  ব্রাউজারে থেকে ডাউনলোড করা হয়ে যাবে এবং আপনার প্রোফাইলে  purchase history থেকে  টিকিট ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়া টিকিটের একটি অনলাইন কপি আপনার ই-মেইলে পাঠানো হবে ইমেইল ইনবক্স  ফোল্ডারে না পাওয়া স্প্যাম ফোল্ডারে চেক করতে পারে। টিকিকটি  A4  কাগজে পিন্ট করে নিন।

Rules for booking train tickets in Bkash

বিকাশ অ্যাপ থেকে ট্রেনের টিকিট বুক করা খুবই সহজ। বিকাশ অ্যাপ আমাদের অনেক সুযোগ দেয়। বিকাশ অ্যাপের মাধ্যমে এখন বিদ্যুৎ বিল পরিশোধ করা যাবে। তাছাড়া, বিকাশ অ্যাপ অনেক সুবিধাজনক অফার নিয়ে আসে। তাহলে এখন জেনে নেওয়া যাক কিভাবে বিকাশে ট্রেনের টিকিট কিনবেন:

১। বিশ্বই বিকাশ APP এ আপনার বিকাশ নম্বর এবং PIN দিয়ে লগইন করতে হবে।

২। তারপর বিকাশ APP থেকে ট্রেন সিলেক্ট করবেন। পরে আপনাকে বাংলাদেশ রেলওয়ে অপশনে ওকে চাপলে আসবে ”বাংলাদেশ রেলওয়ে E-Ticket সার্ভিস।

৩। এরপর একটি ফর্ম চলে আসবে সেখানে কোন জায়গা থেকে কোন জায়গায় যাবেন সেট পূরণ করবেন এবং তারিখ, যাত্রী সংখ্যা দিয়ে  ট্রেনের নাম ও সময় দিয়ে parchas বাটনে ক্লিক করে দিবেন।

৪। তারপর বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে গিয়ে রেজিস্টারকৃত ইউজার নাম অথবা E-mail ID ও Password দিয়ে টিকিট নিশ্চিত করতে হবে। Bangladesh Railway এর টার্ম অ্যান্ড কন্ডিশনে Agree করতে হবে।

৫। Agree করতেই চলে আসবে Payment অপশন সেখানে বিকাশ নাম্বার দিলেই  পাবেন একটি 6 ডিজিটের Verification কোড নাম্বার। কোডটি লিখে বিকাশ পিন নাম্বার দিয়ে Conform করলেই হয়ে গেল ট্রেনের টিকিট কাটা।

How to Purchase Train Ticket Online 

এখন আপনি ট্রেনের টিকিট সিস্টেম সম্পর্কে আরও ভালভাবে বুঝতে পেরেছেন, আপনি কীভাবে এটি নিজের জন্য কিনতে পারেন তা পরীক্ষা করার সময় এসেছে। আমরা একটি সহজ ধাপে ধাপে প্রক্রিয়া নিয়ে যাব যা আপনি কোনো সমস্যা ছাড়াই অনুসরণ করতে পারেন। আসুন এখনই এটি পরীক্ষা করে দেখি।

    • প্রথমে আপনার ওয়েব ব্রাউজার খুলুন এবং https://eticket.railway.gov.bd/ এ যান উপরের মেনু বারটি দেখুন এবং লগ ইন এ ক্লিক করুন।
    • আপনার মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড লিখুন এবং নীচের লগইন বোতামে টিপুন।
    • আপনি ওয়েবসাইটে লগ ইন করার পরে, এটি টিকিট কেনার সময়। হোমপেজে ফিরে যেতে উপরের মেনু বার থেকে হোম টিপুন।
    • এখন, আপনি যে স্টেশনটি ট্রেনে উঠতে চান সেটি বেছে নিন এবং আপনি যে স্টেশনে যেতে চান সেটি বেছে নিন।
    • একবার আপনার এটি করা হয়ে গেলে, ভ্রমণের তারিখ বেছে নিন।
    • একটি ক্লাস চয়ন করুন বাক্স থেকে আপনি যে ক্লাসে ভ্রমণ করতে চান তা চয়ন করুন। সব করার পরে, নীচের একটি টিকিট খুঁজুন বোতাম টিপুন।
    • এটি আপনাকে একটি নতুন পৃষ্ঠায় নিয়ে যাবে যেখানে আপনি আসন, ট্রেন, ক্লাস ইত্যাদির বিকল্পগুলি পাবেন৷ আপনার পছন্দেরটি বেছে নিন এবং আপনার ক্রয় নিশ্চিত করুন৷

মোবাইলে ট্রেনের টিকিট কাটার নিয়ম 

অনেকের প্রশ্ন হলো কিভাবে মোবাইলের মাধ্যমে অনলাইনে ট্রেনের টিকিট কাটবে  আপনি মোবাইলে ট্রেনের টিকিট কাটার নিয়ম জানতে  হলে আমাদের পোস্ট টি সম্পূর্ণভাবে পড়ে নিন  মোবাইল বা ল্যাপটপ সবগুলা একই রকমভাবে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে eticket.railway.gov.bd ওয়েবসাইট ভিজিট করে একাউন্ট রেজিস্ট্রেশন করে নাম্বার দিয়ে একাউন্ট ভেরিফাই করে।

মোবাইল ট্রেনের টিকিট কাটার জন্য আপনার ট্রেনের টিকিট পার্সেস অপশনে ক্লিক করতে হবে। তারপর কোথায় থেকে ট্রেনে উঠবেন এবং কোথায় নামবেন সে জায়গার নাম লিখতে হবে। এবং আপনি যেদিন যাত্রা করবেন শেই দিনের তারিখ উল্লেখ করে দিতে হবে। সবগুলো তথ্য দেওয়ার পর আপনাকে সার্চ অপশনে ক্লিক করতে হবে।

সার্চ অপশনে ক্লিক করার পর আপনি অনেকগুলো ট্রেনের লিস্ট হবে সেখানে আপনার কাঙ্কিত অনুযায়ী একটি টেন বেছে নিবেন। সবগুলা নিয়ম অনুসরণ করার পর যে পেজটি আসবে সেটি হলো আপনার সিট নির্বাচন। সেখানে আপনার যে কয়টি সিট লাগবে তা বেছে নিবেন তারপর আপনাকে বিল পেমেন্ট করে টিকিট কনফার্ম করতে হবে।তারপর আপনি টিকিটের একটি অনলাইন কঁপি পাবেন সেটা আপনি চাইলে ডাউনলোড করতে পারেন অথবা পিন্ট করে রাখতে পারিন।

আরো জানুনঃ বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম শুদ্ধভাবে।

Checking train tickets

আপনি যদি নিজের প্রোফাইল থেকে টিকিট ক্রয় করে থাকেন সেটা অবশ্যই চেক করার দরকার হবে না তবে অন্যদের দ্বারা অনলাইনে ট্রেনের টিকিট কয় করালে ভবন এর আগে অবশ্য চেক করে নিতে হবে। ট্রেনের টিকিট চেক করার জন্য E-Ticketing ওয়েবসাইটে রেজিষ্ট্রেশন করার  প্রয়োজন হয় না।

সরাসরি  eticket.railway.gov.bd এই ওয়েবসাইটে ভিজিট করে চেক করতে পারেন। ওয়েবসাইটের উপরে ডানপাশে Veriify Ticket মেনুতে ক্লিক করুন। ট্রেনের টিকিট ব্যবহার করা মোবাইল নাম্বার এবং টিকিটের উপর অংশে লেখা PNR নাম্বারটি লিখুন তারপর Veriify Ticket বাটনে ক্লিক করার পর টিকিট সঠিক থাকলে টিকিট ভেরিফাইড দেখাবে এবং ভবনে রোড দেখাবে ।

Bangladesh railway apps

বর্তমান বাংলাদেশ রেলওয়ে ট্রেনের টিকিট কাটার এখনো চালু হয়নি। তবে অ্যাপ মোবাইলে GOOGLE CHROME ব্রাউজারে গিয়ে এই ওয়েবসাইটে eticket.railway.gov.bd সরাসরি টিকিট বুক করতে পারেন।

উল্লেখ্য বিষয় হচ্ছে এর আগে বাংলাদেশ রেলওয়ে টিকিট বিক্রয় কার্যক্রম কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম বাংলাদেশের কাছে ছিল তাদের তাদের ডেভলপ করার ট্রেনের টিকিট কাটার ব্যবহারকারীদের জন্য সুবিধাজনক ছিল।

তবে বর্তমানে 2022 এ মার্চ থেকে টিকিট বিক্রয় কার্যক্রম নতুন ভাবে  shohoz synesis – vincen joint venture এর কাছে স্থানান্তর করা হয়। সেজন্য এখন আর আগের অ্যাপটি ব্যবহার করা হয় না। তবে শীঘ্রই বাংলাদেশ রেলওয়ে ট্রেনের টিকিট কাটার অ্যাপস চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরো জানুনঃ অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম।

BD Railway Seat Type

আমাদের দেশে যেসব ট্রেন পাওয়া যায় সেখানে বিভিন্ন ধরনের আসন পাওয়া যায়। যেমন: প্রথম শ্রেণীর শীতাতপ নিয়ন্ত্রিত, প্রথম শ্রেণীর চেয়ার, দ্বিতীয় শ্রেণীর ইত্যাদি। এই আসন প্রকার সম্পর্কে বিস্তারিত তথ্য এখানে দেওয়া হয়.

First Class Air conditioned

First class air conditioned আসন বাংলাদেশের ট্রেন সার্ভিসের মধ্যে সবচেয়ে উন্নত ধরনের আসন। এগুলি বিলাসবহুল এবং উচ্চ মূল্যের উন্নত বগি।

First class and first-class chair

এই ট্রেনগুলিতে First class এবং first class chair  সিটও পাওয়া যায়। তাদের ভাড়ার দামও অনেক বেশি

Second class – Shavon Chair

দ্বিতীয় শ্রেণীর শ্যাভন চেয়ার আসন আমাদের দেশে উপলব্ধ ট্রেনের দ্বিতীয় শ্রেণীর আসন।

2nd class Shovon and Shulov

দেশের রুটে পাওয়া ট্রেনগুলিতে Second class Shavon চেয়ারের সাথে shulov আসনও রয়েছে।

ট্রেনের টিকিট ফেরত দেওয়ার নিয়ম

অনেকে 3 থেকে 4 দিন আগে অনলাইনে টিকিট বুক করে রাখেন কাঙ্খিত ঘটনার কারণে ভবণ বাতিল হতে পারে। বাংলাদেশ রেলওয়ে ট্রেনের টিকিট ফেরত দেওয়ার জন্য অবশ্যই আপনার কাউন্টারে  যেতে হবে। টিকিট ফেরত দেওয়ার ক্ষেত্রে নির্ধারিত চার্জ ধার্য  করা হবে ।

  • যাত্রা শুরু হওয়া ৪৮ ঘণ্টা আগে টিকিট ফেরত দেওয়ার ক্ষেত্রে এসি ক্লাসের ৪০ টাকা প্রথম শ্রেণীর জন্য ৩০ টাকা এবং অন্য শ্রেণীর জন্য ২৫ টাকা পরিষেবা চার্জসহ কাটা হবে।
  • 48 ঘণ্টার কম এবং ২৪  ঘন্টার বেশি হলে, ভাড়ার ২৫% কেটে নেওয়া হবে।
  • ২৪ ঘণ্টার কম এবং ১২ ঘন্টার বেশি হলে, ভাড়ার ৫০% কেটে নেওয়া হবে।
  • ১২ ঘণ্টার কম এবং ৬ ঘন্টার বেশি হলে, ভাড়ার ৭৫% কেটে নেওয়া হবে।
  • ০৬ ঘণ্টার কম সময়ের জন্য ফেরত নেওয়া হয় না।
  • অনলাইনে ক্রয় করলে সার্ভিস চার্জ অফেরতযোগ্য।

Read also: bangladesh railway ticket price

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url