bangladesh railway ticket price 2023. বাংলাদেশ সকল রেলওয়ের টিকিটের মূল্য।

দেশের যোগাযোগ ব্যবস্থায় বাংলাদেশ রেলওয়ে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই দেশে ট্রেন যোগাযোগ খুবই জনপ্রিয়, কারণ ট্রেন সময়মতো এবং নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারে। এছাড়া অন্যান্য পরিবহনের তুলনায় ট্রেন ভ্রমণ কিছুটা নিরাপদ। তাই অনেকেই জানতে চাই (bangladesh railway ticket price) বাংলাদেশ সকল রেলওয়ের টিকিটের মূল্য জানতে চাই।

বাংলাদেশের বিভিন্ন জেলার সাথে রেল যোগাযোগ রয়েছে। বাংলাদেশ রেলওয়ের সময়সূচি অনুযায়ী প্রতিদিন বিভিন্ন রুটের ট্রেনগুলো নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে যায়। প্রতিবেশী ভারতের সঙ্গেও বাংলাদেশের রেল যোগাযোগ রয়েছে। এই রুট ঢাকা থেকে কলকাতা এবং খুলনা থেকে কলকাতা যাতায়াত করে।

বিডি রেলওয়ে টিকিট ও সিট ক্লাস (BD Railway ticket & Seat class)

bangladesh railway ticket price
bangladesh railway ticket price 

ট্রেনে বাংলাদেশ রেলওয়ের জন্য বিভিন্ন ধরনের আসন রয়েছে। বাংলাদেশ রেলওয়ের ট্রেনের টিকিটের মূল্য নির্ধারিত হয় দূরত্ব ও আসনের ভিত্তিতে। ট্রেনের সাধারণ আসনগুলি হল শোভন, শোভন চেয়ার, প্রথম শ্রেণির আসন, প্রথম শ্রেণির চেয়ার, প্রথম শ্রেণির বার্থ এবং ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত আসনগুলি হল এসি বার্থ, এসি আসন এবং স্নিগ্ধা। বাংলাদেশ রেলওয়েতে ট্রেনে সব ধরনের সিট নেই।

বাংলাদেশ রেলওয়ের টিকিটের মূল্য (Bangladesh Railway ticket price)

বাংলাদেশ রেলওয়ে সমস্ত রুটকে ভৌগলিকভাবে দুটি অঞ্চলে ভাগ করেছে। একটি পূর্বাঞ্চল এবং অন্যটি পশ্চিমাঞ্চল। এই দুই অঞ্চলের মাঝখানে বাংলাদেশের রাজধানী ঢাকা। পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ স্টেশনগুলো হলো চট্টগ্রাম, সিলেট, শ্রীমঙ্গল, চাদপুর, জামালপুর, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, জয়দেবপুর ও ফেনী ইত্যাদি। এবং পশ্চিমাঞ্চলের স্টেশনগুলো হলো খুলনা, রাজশাহী, দিনাজপুর, জয়পুরহাট, টাঙ্গাইল, চাঁপাই নবাবগঞ্জ, আই. জয়দেবপুর, দর্শনা ও চুয়াডাঙ্গা ইত্যাদি।

Read also: Taking the train in Bangladesh

বাংলাদেশ রেলওয়ের টিকিটের মূল্য (Bangladesh Railway ticket price)

নিম্নে বাংলাদেশ রেলওয়ের গুরুত্বপূর্ণ রেল রুটের ট্রেন টিকিটের মূল্য দেওয়া হল। বাংলাদেশ রেলওয়ে ট্রেনে শীতাতপ নিয়ন্ত্রিত আসনের মূল্যের সাথে মূল্য সংযোজন কর সংযুক্ত করা হয়েছে। সব রুটের ট্রেনের দাম বাংলাদেশি মুদ্রায় উল্লেখ করা আছে।

ঢাকা থেকে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে ঢাকা ট্রেনের টিকিটের মূল্য

Train NameShavon ChairFirst SeatSingdhaA/C SeatA/C Birth

সোনার বাংলা এক্সপ্রেস       600                 800               1000            1100
সুবর্ণ এক্সপ্রেস                    380                                      725
তূর্ণা এক্সপ্রেস                     345                                       656                                 1229
মোহনগর প্রভাতি               345                  460              656               788
মোহনগর এক্সপ্রেস            345                                      656                                  1229

 ঢাকা থেকে সিলেট ট্রেনের টিকিটের মূল্য (Dhaka to Sylhet Train Ticket Price)

Train NameShavonShavon ChairFirst SeatFirst BirthSingdha
Paharika Express

পাহাড়িকা এক্সপ্রেস

315375500719Uddayan Express

উদয়ন এক্সপ্রেস

315375795719

চট্টগ্রাম থেকে সিলেট ট্রেনের টিকিটের মূল্য (Chittgong to Sylhet Train Ticket Price) 

Train NameShavonShavon ChairFirst SeatFirst BirthSingdha
Paharika Express

পাহাড়িকা এক্সপ্রেস

315375500719Uddayan Express

উদয়ন এক্সপ্রেস

315375795719

ঢাকা থেকে রাজশাহী ট্রেনের টিকিটের মূল্য (Dkaha to Rajshahi Train Ticket Price)

Train NameShavon ChairSingdhaA/C SeatA/C Birth
Silkcity express

সিল্কসিটি এক্সপ্রেস

340656782Padma Express

পদ্মা এক্সপ্রেস

3406561223Dhumketue Express

ধুমকেতু এক্সপ্রেস

340656782

ঢাকা থেকে খুলনা ট্রেনের টিকিটের মূল্য ( Dkaha to Khulna Train Ticket Price)

Train NameShavon ChairSingdhaA/C SeatA/C Birth
Sundarban express

সুন্দরবন এক্সপ্রেস

5059661156Chittra Express

চিত্রা এক্সপ্রেস

5059661781

রাজশাহী থেকে খুলনা ট্রেনের টিকিটের মূল্য (Rajshahi to Khulna Train Ticket Price)

Train NameShavon ChairSingdha
Kapotaskh express

কপোতাক্ষ এক্সপ্রেস

310593Sagardari Express

সাগরদাঁড়ি এক্সপ্রেস

310593

 ঢাকা থেকে দিনাজপুর ট্রেনের টিকিটের মূল্য (Dhaka to Dinajpur Train Ticket Price)

Train NameShavon ChairFirst SeatSingdhaA/C Seat
Ekota Express

একোটা এক্সপ্রেস

4656208921070

ঢাকা থেকে সিরাজগঞ্জ ট্রেনের টিকিটের মূল্য (Dhaka to Sirajgonj Train Ticket) Price)

Train NameShavon ChairSingdha
Sirajgonj Express

সিরাজগঞ্জ এক্সপ্রেস

240460

অনলাইনে ট্রেনের টিকেট কাটার সময় ২০২২

বাংলাদেশ রেলওয়ে সবচেয়ে নিরাপদ ও সাশ্রয়ী পরিবহন ধরা হয়েছে । তাই দূরপাল্লার যেকোনো সময় ট্রেন ব্যবহার করে থাকি কিন্তু ট্রেনের টিকিট অত্যন্ত দুঃসাধ্য হয়ে পড়ছে। অনেকের দীর্ঘ লম্বা লাইনে দাঁড়িয়ে শেষ পর্যন্ত হয়তো কেউ পাই না। তাই আপনি ঘরে বসেই খুব অল্প সময়ের মধ্যে ট্রেনের টিকিট বুক করতে পারেন।

অনলাইনে ট্রেনের টিকিট কাটার সময় রাত দিন 24 ঘন্টা  আপনি চাইলে আজ থেকে আগামী 4 দিন পর্যন্ত অনলাইনে অগ্রিম ট্রেনের টিকিট বুক করতে পারেন।

Read also: bangladesh railway e ticket service

ট্রেনের টিকিট চেক করার নিয়ম

আপনি যদি নিজের প্রোফাইল থেকে টিকিট ক্রয় করে থাকেন সেটা অবশ্যই চেক করার দরকার হবে না তবে অন্যদের দ্বারা অনলাইনে ট্রেনের টিকিট কয় করালে ভবন এর আগে অবশ্য চেক করে নিতে হবে। ট্রেনের টিকিট চেক করার জন্য E-Ticketing ওয়েবসাইটে রেজিষ্ট্রেশন করার  প্রয়োজন হয় না।

সরাসরি  eticket.railway.gov.bd এই ওয়েবসাইটে ভিজিট করে চেক করতে পারেন। ওয়েবসাইটের উপরে ডানপাশে Veriify Ticket মেনুতে ক্লিক করুন। ট্রেনের টিকিট ব্যবহার করা মোবাইল নাম্বার এবং টিকিটের উপর অংশে লেখা PNR নাম্বারটি লিখুন তারপর Veriify Ticket বাটনে ক্লিক করার পর টিকিট সঠিক থাকলে টিকিট ভেরিফাইড দেখাবে এবং ভবনে রোড দেখাবে ।

আরো জানুনঃ বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম শুদ্ধভাবে।

ট্রেনের টিকিট ফেরত দেওয়ার নিয়ম

অনেকে 3 থেকে 4 দিন আগে অনলাইনে টিকিট বুক করে রাখেন কাঙ্খিত ঘটনার কারণে ভবণ বাতিল হতে পারে। বাংলাদেশ রেলওয়ে ট্রেনের টিকিট ফেরত দেওয়ার জন্য অবশ্যই আপনার কাউন্টারে  যেতে হবে। টিকিট ফেরত দেওয়ার ক্ষেত্রে নির্ধারিত চার্জ ধার্য  করা হবে ।

  • যাত্রা শুরু হওয়া ৪৮ ঘণ্টা আগে টিকিট ফেরত দেওয়ার ক্ষেত্রে এসি ক্লাসের ৪০ টাকা প্রথম শ্রেণীর জন্য ৩০ টাকা এবং অন্য শ্রেণীর জন্য ২৫ টাকা পরিষেবা চার্জসহ কাটা হবে।
  • 48 ঘণ্টার কম এবং ২৪  ঘন্টার বেশি হলে, ভাড়ার ২৫% কেটে নেওয়া হবে।
  • ২৪ ঘণ্টার কম এবং ১২ ঘন্টার বেশি হলে, ভাড়ার ৫০% কেটে নেওয়া হবে।
  • ১২ ঘণ্টার কম এবং ৬ ঘন্টার বেশি হলে, ভাড়ার ৭৫% কেটে নেওয়া হবে।
  • ০৬ ঘণ্টার কম সময়ের জন্য ফেরত নেওয়া হয় না।
  • অনলাইনে ক্রয় করলে সার্ভিস চার্জ অফেরতযোগ্য।

ট্রেনের টিকিট কাটার অ্যাপস

বর্তমান বাংলাদেশ রেলওয়ে ট্রেনের টিকিট কাটার এখনো চালু হয়নি। তবে অ্যাপ মোবাইলে GOOGLE CHROME ব্রাউজারে গিয়ে এই ওয়েবসাইটে eticket.railway.gov.bd সরাসরি টিকিট বুক করতে পারেন।

উল্লেখ্য বিষয় হচ্ছে এর আগে বাংলাদেশ রেলওয়ে টিকিট বিক্রয় কার্যক্রম কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম বাংলাদেশের কাছে ছিল তাদের তাদের ডেভলপ করার ট্রেনের টিকিট কাটার ব্যবহারকারীদের জন্য সুবিধাজনক ছিল।

তবে বর্তমানে 2022 এ মার্চ থেকে টিকিট বিক্রয় কার্যক্রম নতুন ভাবে  shohoz synesis – vincen joint venture এর কাছে স্থানান্তর করা হয়। সেজন্য এখন আর আগের অ্যাপটি ব্যবহার করা হয় না। তবে শীঘ্রই বাংলাদেশ রেলওয়ে ট্রেনের টিকিট কাটার অ্যাপস চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

একাউন্ট রেজিস্ট্রেশন ছাড়া কি টিকিট কাটতে পারব

না পারবেন না। অনলাইনে ট্রেনের টিকিট কেনার জন্য আপনার মোবাইলে ইমেইল ও এনআইডি  নম্বর দিয়ে টিকিট সিস্টেম একাউন্ট রেজিস্ট্রেশন করার পর মোবাইল নম্বর দিয়ে ভেরিফিকেশন করতে হবে।

 আরো জানুনঃ online train ticket booking 2022

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url