ই পাসপোর্ট অনলাইন চেক ২০২৩
ই পাসপোর্ট অনলাইন চেক
আপনি যদি নতুন পাসপোর্ট করে থাকেন তাহলে পাসপোর্ট অফিসে জমা দেয়ার পর পাসপোর্ট চেক করা অবশ্যই প্রয়োজন অসময়ী পাঁশকুড়া আসতে অনেক সময় লাগে আর কোন সময় 21 দিনের ভিতরে এসে যায় তাই পাসপোর্ট চেকিং করার সম্পূর্ণ পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব।
পাসপোর্ট কি
সকল নাগরিকের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় তার কারন পাসপোর্ট একজন ব্যক্তির পরিচয় বহন করে কোন দেশ ভ্রমণের জন্য পাসপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যতায় বিভিন্ন দরকারে পাসপোর্ট চেক করার প্রয়োজন হতে পারে। আমার সাধারণত পাসপোর্ট করার পর থেকে পাসপোর্ট হাতে পাওয়া পর্যন্ত আমরা অত্যন্ত উৎসাহী হয়ে থাকি পাসপোর্ট কবে আমরা হাতে পাব।
তাই পাসপোর্ট অনলাইনে চেক করবেন কিভাবে বাংলাদেশী পাসপোর্ট নং দিয়ে কিভাবে ই পাসপোর্ট অনলাইন চেক করা যায় তা যানা আমাদের জন্যে অনেক প্রয়োজনিয়। তাই আপনার ই পাসপোর্ট অনলাইন চেককরবেন কীভাবে এবং বাকি সব ধরনের আবেদন ঠিকভাবে কি অবস্থা আছে তার পরিবর্তে কোন ধাপে যাবে আপনার পাসপোর্ট পিন্ট হয়েছে কিনা, পুলিশ ভেরিফিকেশন হয়েছে কিনা পাসপোর্ট ডেলিভারি জন্য প্রস্তুত আছে কিনা জানতে পারেন সেজন্য আপনাকে অনলাইন পাসপোর্ট নাম্বার ই পাসপোর্ট অনলাইন চেক চেক করতে হবে ।
নতুন পাসপোর্ট করতে কত দিন লাগে
আমরা সাধারণত নতুন পাসপোর্ট করার সময় বিভিন্ন রকম অসুবিধার সম্মুখীন হতে হয়। আবার অনেক সময় বিভিন্ন দালালের মাধ্যমে পাসপোর্ট করতে অনেক ভোগান্তি পড়তে হয় । আপনি যদি নতুন পাসপোর্ট বা পাসপোর্ট রিনিউ করতে চান আপনার পাসপোর্ট আবেদনের পর অনেক প্রসসের মাধ্যমে যেত হয় যার জন্য পাসপোর্ট অফিসে কখনো সাতদিন ,১৫ দিন বা ২১ দিন সময় নেই। যদি কোনো ভাবে জানতে পারতাম না আমাদের পাসপোর্ট এর কি অবস্থা এ জামিল এবং ভোগান্তি থেকে আপনাকে অনেক টাই মুক্তি দেবে ই-পাসপোর্ট স্ট্যাটাস পোর্টাল চেক। বর্তমানে আপনি নতুন পাসপোর্ট পাসপোর্ট রিনিউ করার জন্য আবেদন করার পর আপনি আপননার পাসপোর্ট কোন অবস্থায় আছে তা দেখতে ই পাসপোর্ট অনলাইন চেক পারবেন।
অনলাইনে পাসপোর্ট চেক করার সম্পূর্ণ পদ্ধতি
অনলাইনে চেক করার জন্য আপনার মোবাইলে বা কম্পিউটারে যেকোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে তারপর সার্চ করতে হবে www.epassport.gov.bd/ এটা বাংলাদেশী পাসপোর্ট এর ওয়েবসাইট এই সাইটে প্রবেশ করেবেন প্রথমে প্রবেশ করার পর মোবাইলের মাধ্যমে পাসপোর্ট চেক করে থাকলে মেনুবারে ক্লিক করলে নিচের ছবির মত একটি পেইজ আসবে এবং Check Status নামে অপশনে ক্লিক করবেন।
Check Status নামে অপশনে ক্লিক করার পর আপনি আপনার সামনে নিচে দেওয়া পিকচারের মত একটি নতুন পেজ ওপেন হবে। আপনি আপনার Application ID দিবেন জন্ম তারিখ দিয়ে ই পাসপোর্ট বা পাসপোর্ট চেক করতে পারবেন।
এই পেজটি ওপেন হওয়ার পর এখানে দুইটি অপশন দেখতে পাবেন একটি Application ID আরেকটি Online registration ID দুটি নাম্বারের মাধ্যমে পাসপোর্ট চেক করতে পারবেন । এখন প্রয়োজন হবে পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট এর সবকিছু পাসপোর্ট অফিসে জমা দেওয়ার দিন একটি স্লিপ নাম্বার দিয়ে থাকে স্লিপ নাম্বার পিকচারের নিচে দেওয়া আছে।
পাসপোর্ট এর উপরে এই স্লিপে একটি নাম্বার দেওয়া আছে যেটি পাসপোর্ট Application ID Number এই নাম্বারটিতে দাফের অপশনে ক্লিক করুন। এই নাম্বারে অ্যাপ্লিকেশন আইডি স্থানে বসাতে হবে তারপর আপনি আপনার জন্ম তারিখ দিবেন যেটি আপনার পাসপোর্ট আবেদন করার সময় দিয়েছিলেন তারপর I am human এ ক্লিক করে ভেরিফাই করে দিবেন এবং Check bouton ক্লিক করবেন তখন দেখতে পাবেন আপনার পাসপোর্ট এর বর্তমান কোন অবস্থায় আছে । আপনার পাসপোর্ট এর সব কাজ কমপ্লিট হলে পেন্ডিং দেখাবেনা আশা করি এইভাবে ই পাসপোর্ট অনলাইন চেক করতে পারবেন।
এসএমএসের মাধ্যমে পাসপোর্ট চেক
এসএমএসের মাধ্যমে আপনার পাসপোর্ট কিভাবে চেক করবেন। পাসপোর্ট এর জন্য যখন আবেদন করেছিলেন অবশ্যই একটি নাম্বার দিয়েছিলেন যে নাম্বার পরিবর্তে আপনার পাসপোর্ট সংক্রান্ত সকল পাসপোর্ট তথ্য জানিয়ে দেওয়া হয়। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন MRP লিখে একটি স্পেস দিবেন এবং লিখবেন ENORLLMENT ID এবং মেসেজ পাঠিয়ে দিন 6969 এই নাম্বারে ।
লিখুন এইভাবে MRP
37010000XXXXXXX to
ই পাসপোর্ট ডেলিভারি চেক 2022
এমআরপি পাসপোর্ট চেক করার নিয়ম যেরকম চেক করার নিয়ম যে রকম ই পাসপোর্ট চেক করার নিয়ম একই রকম । MRP চেক করতে পারলে ই-পাসপোর্ট ও চেক করতে পারবেন।
পাসপোর্ট কত রকম
বাংলাদেশী পাসপোর্ট বাংলাদেশের সকল মানুষের জন্য বিদেশে যাওয়া ভবনে সময় সময়ে একটি ব্যবহৃত দলিল। বাংলাদেশ সরকার এটি জন্মসূত্রে বা অভিবাসন সূত্রে বাংলাদেশ সরকার সকল নাগরিকে প্রদান করে থাকে। সকল ধরনের প্রস্তুতি আপনার নিকটবর্তী পাসপোর্ট অফিসে অথবা বিদেশে থাকা বাংলাদেশী দূতাবাস হতে পাসপোর্ট দেওয়া হয়ে থাকে । আর বাংলাদেশের সকল মানুষ এই পাসপোর্ট দিয়ে একমাত্র ইজরায়েল ব্যতীত পৃথিবীর সব দেশে যাওয়ার অনুমতি আছে।
বাংলাদেশের তিন ধরনের পাসপোর্ট রয়েছে
১ আন্তর্জাতিক সাধারণ পাসপোর্ট {সবুজ মলাট} সাধারন নাগরিকদের প্রদান করা হয়ে থাকে।
২ সরকারি পাসপোর্ট {নীল মলাট} সরকারি কর্মচারীদের দেওয়া হয়ে থাকে।
৩ কূটনৈতিক পাসপোর্ট {লাল মলাট} কূটনৈতিকদের দেওয়া হয়ে থাকে।
ই পাসপোর্ট কি
ই-পাসপোর্টে এবং এমআরপি পাসপোর্ট এর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এমআরপি পাসপোর্ট এর মধ্যে প্রথম 2 পাতার মধ্যে যে তথ্য থাকতো ই-পাসপোর্ট এর মধ্যে সে তথ্য আর নেই। ই-পাসপোর্ট এর মধ্যে এখন রয়েছে পালিমানের দিয়ে তৈরি একটি কার্ড এবং অ্যান্টেনা। এই কার্ড এর ভিতরে একটি চিপ রয়েছে। এই কার্ডের চিপের মধ্যে সংরক্ষিত রয়েছে পাসপোর্ট এর সকল তথ্য।
ই-পাসপোর্টে ডাটাবেজ এর মধ্যে রয়েছে পাসপোর্টধারীর ৩ ধরনের এর ছবি এবং আঙ্গুলের ছাপ চোখের আইরিশ। এর ফলে এর ফলে বহনকারী পাসপোর্টে সকল তথ্য কর্তৃপক্ষ সকল তথ্য জানতে পারবে।
আরো জানুন: অনলাইনে এনআইডি সংশোধন