৫৯৮ আকাশ নিয়ে ক্যাপশন, উক্তি, ছন্দ, স্ট্যাটাস ও কবিতা

আকাশ যেন পরম মমতায় পৃথিবীতে আগলে রেখেছে। এর শুরু বা শেষ বলে কিছু নেই আছে শুধু বিষলতা।  আকাশের আচার্যতা  মানে সীমার মাঝে অসীম। শত কাজের মাঝেও  যখন আকাশের দিকে নজর পড়ে তখন মনে অনমনা হয়ে যায়। আর সেই নীল আকাশে যখন সাদা মেঘের ভেলায় ভেসে চলে তখন সেই দৃশ্য সত্যিই অনির্বচনীয়। উদারতা নিঃস্বার্থ ও সর্বত্যাগী হওয়ার শিক্ষা আকাশ তার বিশালতা ও গভীরতা দিয়ে আমাদের পরোক্ষভাবে বুঝিয়ে দিয়েছে। তাই আজকে আপনাদের জন্য কবি-সাহিত্যিকদের আকাশ নিয়ে ক্যাপশন, উক্তি, ছন্দ ও কবিতা বিভিন্ন আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে।

আকাশ নিয়ে ক্যাপশন

আকাশ নিয়ে ক্যাপশন, উক্তি, ছন্দ, স্ট্যাটাস ও কবিতা


তুমি আমার আকাশের ধ্রুব তারা

তোমাকে ছাড়া আমি হয়ে যায় দিশেহারা।


নীলে আকাশের মেঘবালিকা

আকাশের নীলে নীলে ভেসে বেড়ায়

 

রোদ্র ছায়ার খেলে লুকোচুরি

মাঝে মাঝে কোথায় সে হারায়


আকাশের চাঁদ মাটির বুকেতে জোছনা রঙ ধরে,

আমার জীবন কেন বারেবার তোমাকে মনে পড়ে।


আকাশের মতোই অসীম সাগরের মতো গভীর

হৃদয় তোমার রাঙিয়ে দিলাম প্রেমেরে আবির।


আমি সীমাহীন আকাশে উড়তে ভালোবাসি।

নীলের বিশাল শূন্যতায়, বাতাসে শব্দহীন সংগীত

শুনে আমার প্রাণ আনন্দিত হয়।


মোরা আকাশের মত বাঁধাহীন মোরা মরু সঞ্চার বেদুঈন,

বন্ধহীন জম্ম স্বাধীন চিত্তমুক্ত শতদল।।


কে যেন আবির ছড়িয়ে দিল ভোরের আকাশে মেলে আঁখি সূর্য তপ্ত শিখাতে

সঙ্গীত বাজে ওই পাখি কাকলিতে স্বরলিপি গেয়ে যায় যোগিয়া বিভিাসে।


মন আকাশে বৃষ্টি আসে রৌদ্র মেঘের জুটি

আজ নতুন আলোয় আঁধার কালোর হচ্ছে যে খুনসুটি।

আকাশ নিয়ে ক্যাপশন



স্বপ্ন আমার আকাশ ছোঁয়া

বাস্তবে তাই দি হাতছানি

হারানোর ভয় নেই যে

নিঃস্ব আমি সে তো জানি।


আকাশে নীরবতা সাক্ষী আছে চাঁদ,

সূর্য টা শুধু লড়াই দেখে করে না প্রতিবাদ।


আকাশের দিকে তাকাও আমরা একা নই

পুরা মহাবিশ্ব আমাদের বন্ধু

যারা স্বপ্ন দেখে এবং কর্ম করে

তাদের ই শেষ্ট প্রাপ্তি হয়।


আকাশ যতই সীমাবদ্ধ হোক না কেন

ভবিষ্যতে কি আছে তা দেখার জন্য আমি উদগ্রীব।


যেথাই শুধু ভোরের আলো

সেই তো আমার আকাশ

আঁধার সেখানে ঠাঁই পায় না

শুধু প্রেমের থাকে প্রকাশ


জীবনের আকাশে এতো সুখের জোসনা আছে জানতাম না,

যদি তোমার হৃদয় আকাশে না হারিয়ে যেতাম


বন্ধু একাই আমি জাগবো

আঁধার আকাশে একা

চিরদিন চেয়ে আমি থাকবো


নীল আকাশের রঙটা না হয়

ভরাক আমার মনটা

রক্তিম লাল করুক আমায়

লাল পলাশের বনটা


আমার একলা আকাশ থমকে গেছে

রাতের কাছে এসে

শুধু তোমায় ভালবেসে

আকাশ নিয়ে ক্যাপশন



আকাশের কোনটা পূর্ব

এবং কোন দিক পশ্চিম পার্থিক্য করা যায় না,

মানুষ নিজের মনেই আলাদা

আলাদা দারণ পোষণ করে এবং সেগুলোকে

সত্য বলে বিশ্বাস করে।


আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আমার

কথার ফুল গো আমার আমার গানের মালা,

কুড়িয়ে তুমি নিও আমায় সুরের ইন্দ্রধনু; রচে

আমার ক্ষণিক তনু, জড়িয়ে আছে সে রঙে

মোর অনুরাগ অমিয়।


আমরা সকলেই একই আকাশের নিচে বাস করি

শুধু আমাদের দিগন্ত আলাদা।


আকাশ হল প্রকৃতির আলোর উৎস

যা সমস্ত কিছু পরিচালনা করে।


রাতের আকাশে চেয়ে কোন দৃশ্য অধিক

উন্মাদনা সৃষ্টি করতে পারে না।


আকাশ যেন একটি নিখুঁত খালি ক্যানভাস

যেখানে মেঘ বালিকা করে আনাগোনা।


নীল আকাশ এবং রোদ আমার কল্পনাকে জ্বালানি দেয়, আমার মেজাজ বাড়ায় এবং আমার আত্মাকে আলোকিত করে।


একটি সুন্দর সূর্যাস্তের জন্য মেঘলা

আকাশের প্রয়োজন


আকাশের গৌরবময় ক্যানভাসের কাছে

অপরিসীম আসা আর অনন্ত সম্ভাবনা।

মেঘলা আকাশ নিয়ে ক্যাপশন ছন্দ, উক্তি, কবিতা

মেঘলা আকাশ নিয়ে ক্যাপশন ছন্দ, উক্তি, কবিতা


আকাশের ঘন মেঘের মতো ভারাক্রান্ত

মন গুলি যদি আন্তরিকতা মাখানো একটুখানি

শীতল জলের স্পর্শ পেতে তবে সব বিষাদের

উপশম হত।


আকাশ আমার কাছে অসংখ্য চলচ্চিত্রর এক সন্নিবেশ।

আমি কখনও তার দিকে তাকিয়ে হাঁপিয়ে যায় না

কারণ সবসময় উপরে কিছুই না কিছু চলছেই।


মেঘলা আকাশ মেঘলা মন

আঁধারেতে ডুবে আছি সারাক্ষণ

তুমি এসে জ্বেলে দাও আকাশ প্রদীপ

দুজন মিলে দেখবো আমার সুখের স্বপন।


আকাশ পরিবর্তন হতে পারে কিন্তু তাদের সৌন্দর্য কখনো ম্লান হয় না।


তুমি যদি চাঁদ হও

আমি জোসনা ভরা রাত হয়ে

জীবন আকাশে সুখে থাকবো

ফাগুনকে সাথী হতে ডাকবো।


কেবলমাত্র হৃদয় থেকে চাইলে আকাশকে স্পর্শ করা যায়।


আকাশ হলো সৃষ্টির ই একটি অংশ

যা সৃষ্টি করেছে প্রকৃতি মানুষকে

সন্তোষ করার জন্য।


সমুদ্রের নিলে ঘ্রাণ আর

আকাশকে করলে অনুভব

মন টি হবে ফুরফুরে

প্রাণে লাগবে খুশির তুফান


এত বড় আকাশটাকে ভরলে জোছনায়

ওগো চাঁদ এই রাত হায়

তোমায় বোঝা দায়।


সমুদ্রের চেয়ে বড় একটি দর্শন আছে,

তাহলে আকাশ; আকাশের

চেয়েও বড় একটি দর্শন আছে, তা

হলো আত্মার অভ্যন্তর।


নতুন নতুন রঙ ধরেছে সোনার পৃথিবীতে

যেন ভালোবাসা ছড়িয়ে আছে

নীল আকাশের গায়ে

ওই মন ভুলনা রামধনু রং দেখতে দাও।


আমার একলা আকাশ থমকে গেছে

রাতের কাছে এসে শুধু তোমায় ভালবেসে।


কে যেন আবির ছড়িয়ে দিল ভোরের আকাশে

মেলে আঁখি সূর্য তপ্ত শিখাতে

সঙ্গীত বাজে ওই পাখির কাকলিতে

স্বরলিপি গেয়ে যাই যোগিয়া বিভাসে।


আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়

আমার কথার ফুল গো

আমার গানের মালা গো কুড়িয়ে তুমি নিও

আমার সুরের যইন্দ্রেধনু

রচে আমার ক্ষণিক তনু জড়িয়ে আছে

সেই রঙয়ে মোর অনুরাগ অমিয়।

মেঘলা আকাশ নিয়ে ক্যাপশন ছন্দ, উক্তি, কবিতা



আকাশ আমাদের চোখে প্রতিদিনের খাবার শোরুপ


শুধুমাত্র হৃদয় থেকে আপনি আকাশকে ছুঁতে পারবেন

কেননা বাস্তবে তা সম্ভব না।


কেউ মুক্ত নয় এমনকি আকাশের ওই পাখিগুলো আকাশে বন্দি।


যখন আমার জীবনে হাজার হাজার পরিবর্তন হয়ে যায়,

তারপরও আকাশ আমার সাথে থাকে।

আর উপরে তাকালেই তা আমাকে

একটা ভালো অনুভূতি যোগান দেয় পুরনো বন্ধুর মতো।


আকাশটা রঙ করে নিজের মতো করে

সাজিয়ে নাও, তারপরও দুঃখের সময় আকাশটাকে

নিজের দুঃখের সঙ্গী বানাও দেখবে সব গায়েব।


আকাশের দিকে তাকাও তাহলে তুমি রংধনু খুঁজে পাবে

না হলে তোমার জীবনে অন্ধকার থেকে যাবে।


সমুদ্রের গন্ধ নাও এবং আকাশকে অনুভব করো

জীবনের মানে খুঁজে পাবে।


আকাশে তো মেঘ আসবে, তাই বলে কি

ঝড়ের বই ঘরে বসে থাকবে?


আমি আকাশকে ভালোবাসি কারণ আকাশের

বিশালতা আমার মনকে বড় করে তোলে।


আকাশের যত তারা গুনে শেষ করা যায় না,

তেমনি আমার ভালোবাসা ও শেষ হয়ে যাবে না।


তোমার অনেক বড় আকাশে উড়ে বেড়াও

আনন্দে; আমার এক চিলতে বারান্দা, ডানা

ঝাপটায় মনের অলিন্দে।


যদি ঘুম ভেঙ্গে যায় একারাতে

মনে পড়ে আমায় প্রিয়;

চাঁদ হয়ে ভাসবো তোমার আকাশে

মনের চোখে তে আমায় দেখে নিও।


আমি সীমাহীন আকাশে উড়তে ভালোবাসি।

নীলের বিশাল শূন্যতায়, বাতাসের শব্দহীন

সংগীত শুনে আমার প্রাণ আনন্দিত হয়।


সমুদ্রের চেয়ে বড় একটি দর্শন আছে,

তা হলো আকাশ; আকাশের চেয়ে বড় একটি

দর্শণ আছে, তা হল আত্মার অভ্যন্তর।


তুমি হলে সেই রামধনু যাকে দেখার জন্য

একটা জানালা লাগে না, একটা গোটা আকাশ লাগে।


জীবনের সুখের রহস্য হল – আকাশের দিকে

মাথা তুলে মাটিতে পা রাখা।


আপনার সম্ভাবনা আকাশের মতো

সীমাহীন হতে পারে, যদি আপনি প্রতিদিন

নিজেকে উন্নত করার চেষ্টা চালিয়ে যান।


মনের কষ্ট গুলো আকাশের মত।

কখনো লাল, কখনো নীল, আবার কখনো

কখনো কালো হয়ে বৃষ্টিতে পরিণত হয়। কিন্তু

সব বাদলা দিনের শেষে রৌদ্রাজ্জ্বল মুহুর্তেই হয়।


প্রতিটি সূর্যস্ত নিজেকে নতুন করার সুযোগ।

প্রতিটি সূর্যোদয় পুনরায় কেন্দ্রীভূত হওয়ার সুযোগ।

আর প্রতিটি রাতের আকাশ নম্রতা খুঁজে পাওয়ার সুযোগ।


একটা মনে হাজার আলোর রোশনাই

জাগাতে হাজারো রঙের প্রয়োজন। কিন্তু সেই

মনের আকাশে কালো মেঘ জমানো জন্য

একটি ছোট্ট দুঃখ যথেষ্ট।


নীল আকাশ নিয়ে ক্যাপশন, উক্তি, ছন্দ ও কবিতা

আকাশ নিয়ে ক্যাপশন, উক্তি, ছন্দ,



আমি জানি আকাশ ছুতে পারব না, তাই

বলে স্বপ্ন দেখতে দোষ নেই। আকাশ

ছোঁয়ার ভয়ে যদি আকাশের দিকে তাকাতেই

ভয় পাই, তাহলে তো স্বপ্ন দেখা ভুলে যেতে হবে।


দুঃখ গুলোকে মনের খাঁচায় বেধে না রেখে

উড়তে দাও খোলা আকাশে, অসীম শূন্যতার

এই দুঃখ গুলোে একদিন সুথ হয়ে ধরা দেবে।


মানুষকে জোর করে পরাধীনতার শিকলে

বন্দি করা গেলেও, মানুষের মনে স্বাধীনতা

হরণ করার সাধ্য কারও নেই। আকাশের মতই

মনে স্বাধীনতা সর্বব্যাপী।


মেঘহীন সমতল নীল আকাশ যেন ফুলহীন বাগান।


জীবন হোক আকাশের মতো অপরিমেয়,

বর্ষার মতো তাজা, শিশুর মতো উজ্জ্বল আর

নিজের ইচ্ছার রাজা।


কষ্ট অনেকটা রাতের আকাশে চাঁদের

মতো, যা কোনদিন কোনদিন কমে.. কোনদিন বাড়ে …

কোনদিন পুরো অদৃশ্য হয়ে যায়। তাই

কোন কিছু নিয়ে চিন্তা করোনা সব সম্যারই

শেষ আছে।


তোমার দিনের অবশিষ্ট সময়টা হয়ে উঠুক

বিকেলের আকাশের মতন রঙিন ও সুন্দর।


একটি মেঘ কখনো পুরো আকাশকে মুছে ফেলতে পারেনা।


তোমার দিনের অবশিষ্ট সময়টা হয়ে উঠুক

বিকেলের আকাশের মতো রঙিন ও সুন্দর।


নীল আকাশ বলে উদার হও,

সাদা মেঘ বলে ভেসে বেড়াও,

মনের কালিমা বলে সব মুছে ফেলো,

নিঃস্বার্থ হয়ে সেবা করো।


আমার স্বপ্ন আকাশ ছুঁয়ে যাবে, যদি আমরা তাদের ছেড়ে দিই।


আমার সীমা অনেক কম,

আপনারটাও তাই,

তবে আকাশের কোন সীমা নেই।


আকাশ মাঝে মাঝে অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায়, শুধুমাত্র তারাগুলোকে দেখাতে।


আকাশ এখন স্বপ্নময় পোষ্টকার্ড, মেঘ কম বৃষ্টিতে

পূর্ণ, সূর্য প্রতিদিন একটু শক্তিশালী।


এই শহরের রাতের আকাশ ভীষণ মায়াময়,

শত মনের অপ্রকাশ্য কথা দীর্ঘশ্বাসেই হয়।


রাতের আকাশে চাঁদ আছে, তাইতো

আকাশ খুশি, আমার আকাশে তুমি নেই,

তাইতো আমি দুঃখী।


শেষ বিকেলের শান্ত আলো এসে পড়ে শুন্য আঙিনায়,

আমি খুঁজে ফিরি তাকে দুচোখ থাকে মিথ্যে আশায় ।


আমি পরিচ্ছন্ন আকাশের নিচে বাস করিতে চায়

যার অফুরান তাজা হাওয়া

আমার হৃদয়কে দোলা দেবে ও

বিশুদ্ধ করে তুলবে।

নীল আকাশ নিয়ে ক্যাপশন, উক্তি, ছন্দ ও কবিতা



মেঘহীন সরল নীল আকাশ একটি ফুল বিহীন বাগানের মত।


ঝলমলে রোদেলা আকাশ’ প্রকৃতি সুস্বাস্থ্যের বর্ণনা করো। প্রকৃতি যতটা সুস্থ, সেদিন আকাশ ততোটা রোদ্রউজ্জল।


আমার হৃদয়ের হাজারো স্বপ্ন তেমনি করে সাজে,

নীল আকাশের রোদের চাদর রোদের যেমনি করে ভাসে।


সব মেঘ বৃষ্টি হয় না, কিছু মেঘ উড়বে। কেউ কেউ

ঈশানি হয়, বাকিরা শরতের রোদ মাখবেন।


আগমনী সুর বেজে উঠেছে যে সাদা কাশফুল উড়েছে!

আকাশ মনটা খুজে তোমার ছোঁয়া,

এই শরতের আশ্বিন মাসে।


জীবনে আকাশ এতো সুখের জ্যোৎস্না আছে জানতাম না, যদি তোমায় হৃদয় আকাশে না হারিয়ে যেতাম।


নীল আকাশের সাথে রোদের লুকোচুরি, যেমন তোমার হৃদয় জানিয়ে দে আমার সাথে আড়ি।


আকাশের দিকে তাকাল যেখানে তুমি আলো

দেখতে পাবে, সৌন্দর্য খুঁজে পাবে যা

কোনো ছায়া কোনদিন স্পর্শও করতে পারবে না।


আকাশটা রং করে নিজের মত করে সাজিয়ে নাও,

তারপর দুঃখের সময় আকাশটাকে নিজের দুঃখের

সঙ্গী বানাও, দেখবে সকল দুঃখ গায়েব।


স্বপ্ন আমার আকাশচুম্মি

বাস্তবে তা দি হাতছানি,

হারানোর ভয় নেই যে

নিঃস্ব তো আমি সে তো মানি!


আকাশ যতটা সুন্দর তার চেয়ে বেশি সুন্দর তার বিশালতা।


একসাথে থাকলে আমরা অনেক কিছুর

মুকাবেলা করতে পারব যা যতই সাগরের

চেয়ে গভীর কিংবা আকাশের মতো উঁচু হোক।


তোমার আকাশ রঙিন ভীষণ,

ছোঁয়াচে আদর মাখা দৃষ্টি।

আমার আকাশ বিষণ্নতা,

মেঘলা রাতে মন খারাপের বৃষ্টি।


আকাশের কাছে একটি আকাশতা ছিল

এবং বিশ্বের কাছে একটি  বর্তমানতা ছিল যা

তিনি আগে কখনোও দেখেনি বা অনুভব

করেনি বা উপলব্ধি করেনি।


তাকাও আকাশের দিকে। সেখানেই একটি

আলো একটি সৌন্দর্য আছে, যা কোনো ছায়াই

স্পর্শ করতে পারে না।


আকাশ হলো সৃষ্টির অংশ যা প্রকৃতি মানুষকে খুশি করার জন্য করেছে।


আকাশ মানুষের সবচেয়ে বড় শিক্ষক। আকাশ পানে তাকালে অনকেই অন্তর্যামী উপস্থিতি উপলব্ধি করতে পারে। এর সৌন্দর্য বিশালতা ও স্থিরতা কবি-সাহিত্যিকদের ভাবনার সাগরে ভাসিয়ে নিয়ে যায় তাদের সেসব অনুভূতি প্রকাশ বা আকাশ নিয়ে ক্যাপশন, উক্তি ও কবিতা মানুষের চিন্তা নতুন দ্বার উন্মোচন করে।


read also more:

আকর্ষণীয় সেরা ফেসবুক স্ট্যাটাস বাংলা

আবেগি ফেসবুক স্ট্যাটাস ও কষ্টের ফেসবুক বাংলা ক্যাপশন

আকাশ নিয়ে মন কাড়া কিছু উক্তি – Bengali 

best caption for fb post বাংলা অর্থসহ

400 টি মজার ফেসবুক স্ট্যাটাস। Best funny facebook status

৭৫৬ টি প্রকৃতি নিয়ে ক্যাপশন, উক্তি, ছন্দ, কবিতা স্ট্যাটাস


 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url