হাসির ধাঁধা উত্তর সহ। ৯৯৯ টি মজার ধাঁধা

আজকে আমাদের বিষয় হলো হাসির ধাঁধা উত্তর সহ। বাংলা মজার ধাঁধা সবাই পছন্দ করে দাদা একজন মানুষের জ্ঞানের পরীক্ষা করা যায়। যার জ্ঞান যত বেশি যার বুদ্ধির ক্ষমতা যত বেশি সে তত বেশি ধাঁধার উত্তর দিতে পারে। ধাঁধাকে ব্রেন গেম বলা হয়। ধাঁধা জিজ্ঞেস করে একটা মানুষকে এই কিউ টেস্ট করা যায়। ধাঁধা হলে এমন একটা সংজ্ঞা যা অস্পষ্ট একটা উত্তর।

তাই আজকে আপনাদের সাথে হাসির ধাঁধা উত্তর সহ, কঠিন ধাঁধা উত্তর সহ এবং বুদ্ধির ধাঁধা উত্তর সহ, আর মজার মজার ধাঁধা আপনাদের সাথে শেয়ার করব। তাই আপনারা যদি এই ধরনের ধাঁধা উত্তর বেশি বেশি জানতে চান এবং আপনার বন্ধুদের সাথে ধাঁধা খেলতে চান তাহলে হাতে একটু সময় নিয়ে আজকে আমাদের লেখা পুরা পোস্টটা মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবেন।

হাসির ধাঁধা উত্তর সহ


হাসির ধাঁধা উত্তর সহ

আমি যাকে মামা বলি বাবাওি বলে তাই, ছেলেও তাকে মামা বলে, মামা বলে তাই । কাকে সবাই মামা বলে? উত্তর: চাঁদ

কাটলে বেড়ে যাবে, সবশেষে জল পাবে।  উত্তর: পুকুর

একবার জন্মায়, আবার মরে আবার জন্মায়, তারপরে মরে। এই মরার শেষ মরা ঘুমিয়ে পড়ে। উত্তর: দাঁত

চিতায় তারে পুড়িয়ে মারে, তবুও সে উহ আহ না করে। উত্তর: সিগারেট

যাইবার সময় কান্নাকাটি করে ভিতরে গেলে হাসে।  উত্তর: মেয়েদের হাতের চুরি

এক আছে এক বুড়ি। চোখের তার বারো কুড়ি  উত্তর:  আনারস

এমন একটা গায় আছে যা দেয় তা খায় কিন্তু পানি দিলে মরে যায়। উত্তর: আগুন

আমাকে না পেলে, সবাই করে হায় হায়, ইচ্ছামত আসি যদি, দেই আমাকে বিদায়। উত্তর: পানি

উলটা দেশের আজব কথা, সত্য কিন্তু বটে, পেট দিয়ে সে আহার করে মাথা দিয়ে চাঁটে। উত্তর: গর্ভস্থ সন্তান

আকাশেতে জন্ম তার, দিবারাত্রি থাকে। লোকে কিন্তু রাত্রিতে দেখে কেবল দেখে। উত্তর: তারা

শীতের শেষে রাজা এলো মুড়িয়ে মাথা সাধু হলো পা কেটেছে বসতে বলো। উত্তর: ভেজাল

প্রথম অক্ষর বলব না শেষের কথা টক দেখবো কেমন বলতে পারো চতুর পাঠক? উত্তর: নাটক

জঙ্গল দিয়ে উড়িয়ে চলে পিছন দিয়া আগুন জলে। উত্তর: জোনাকি

ঘরের মধ্যে ঘর তার মধ্যে পরমেশ্বর। উত্তর: মশারি

মাঠে-ঘাটে জল নেই, গাছের মাথায় জল। উত্তর:  ডাব

দোল দোল দোলানি, ছোটবেলার খেলানি, পাকলে সুন্দর হয়, ন্যাংটা হয়ে হাটে যায়। উত্তর: তেঁতুল

সে এমন রসিক চান নাকে বসে ধরে কান। উত্তর: চশমা

আমি তুমি একই রূপ, দেখিতোও একই রূপ, আমি কথা কই, তুমি কেন থাকো চুপ। উত্তর: ছবি (ফটোগ্রাফ)

ছেলে মেয়েকে দেয়, ছেলে ছেলেকে দেয়, কিন্তু মেয়ে ছেলেকে দেয় না। উত্তর:  জানাজা

কালো কচু জলে ভাসে, হাড় নাই, মাংস আছে।  উত্তর: জোঁক

অতি ছোট প্রাণীটি, লাল রক্ত খাই। বড় বড় গাছের সঙ্গে যুদ্ধ করতে যায়। উত্তর: উঁই

কোন জিনিস আমরা শুধু রাতে করতে পারি, কিন্তু দিনে করতে পারি না। উত্তর: রাতের খাবার

আকাশ থেকে পড়ল গোটা, গোটার মধ্যে রক্ত, যে না ভাঙ্গাইতে পারে সে আমার ভক্ত। উত্তর: জাম

এক শালিকের তিন মাথা, সে খায় বাড়ির লতাপাতা। উত্তর: উনুন চুলা

আমার উপর বৃষ্টি পড়ে তবুও আমি ভিজি যাই না। আমি কে? উত্তর: জল

কোন স্কুলে কোন ছাত্র পড়ে না? উত্তর: গার্লস স্কুলে

এমন কোন জিনিস যা সবার কাছে থাকে কারো ছোট হয়, আবার কারো বড় হয়। উত্তর: মন

শুকনা দিয়ে জাহাজ যায়, চার ঠ্যাং দিয়া দাঁড় বায়। উত্তর: উট

একলা তাকে যায় না দেখা, সঙ্গী পেলে বাঁচে, আঁধার দেখে ভয়ে পালায়। আলোয় ফিরে আসে। উত্তর: নিজের ছায়া

আমরা সবচেয়ে বেশি মিথ্যা বলি কার সঙ্গে? উত্তর: নিজের সঙ্গে

তুমি থাকো ডালে আমি থাকি খালে তোমার আমার দেখা হবে মরণের কালে। উত্তর: মরিচ গাছ

হাসির ধাঁধা উত্তর সহ


বুদ্ধির ধাঁধা উত্তর সহ

মাটির হাড়ি কাঠের গাই, বছর বছর দোয়াই খাই। উত্তর: খেজুর রস

হাত আছে মাতা নেই প্যান্ট আছে তার ভুড়ি নাই। উত্তর: শার্ট

আগে ছিল এখনো সঙ্গে আছে কিন্তু দেখা যায় না। কী? উত্তর: ভবিষ্যৎ

কোন প্রশ্নের উত্তর কখনো হ্যাঁ বলা যায় না।  উত্তর: আপনি কি ঘুমিয়ে আছেন

অল্প দিলে হয় না বন্ধু বেশি দিলে বিষ কালিদাস পন্ডিতে বইলা গেছে আন্দাজ মতে দিস। উত্তর:  লবণ

ঘর আছে দুয়ার নাই মানুষ আছে কথা নাই। উত্তর: কবর

উপর হইতে পড়লো বুড়ি কাঁথা কম্বল লইয়া। ভাসতে-ভাসতে যায়রে বুড়ি কানাই নগর দিয়া। উত্তর: তাল

চার ওদিকে বেত কাঁটার মধ্যে বসে সাপ বেটা। উত্তর: আনারস

সাগরে যার জন্ম নগরে তার বাস মায়া চুলে হয় পুত্রের সর্বনাশ। উত্তর: লবণ

হাত নাই পা নাই দেশে দেশে ঘুরে অভাব হইলে তার জন্য লোকে অনাহারে মরে। উত্তর: টাকা

মা রইল নানীর পেটে আমি গেলাম বাবুর হাটে। উত্তর: কলা

ঝাপরী ঝাপরী গাছটি ফল ধরে ১২ টি পাকলে হয় একটি। উত্তর: বছর

সুর দিয়ে করি কাজ নাই আমি হাতি, পরের উপকার করি আমি তবু খাই লাথি। উত্তর: ঢেঁকি

আজব এক জিনিস দেখে এলাম হাটে আট পা তার দুই হাঁটু লেজ আছে তার ফাটা। উত্তর:  দাঁড়িপাল্লা

ইড়িং  বিড়িং তিড়িং ভাই চোখ দুটো তার মাথা নাই। উত্তর: কাকড়া

আপনার পাওনা দিয়ে গেলাম আমার পাওনা বাকি রইল ভাই,,,, টাকা চাইনা পয়সা চাইনা পাওনা শুধু চাই। উত্তর: সালাম

পরের ঘরে জন্ম আমার দেখতে আমি কালো, তাই বলে কেউ ভুল করো না বাঁচতে আমায় ভালো। উত্তর: কোকিল

ছোট এক পুকুরে পানি টলমল করে সর্বনাশ হয় যদি কিছু তাতে পরে। উত্তর: চোখ

সবুজ বুড়ি হাটে যায়, হাটে যাইয়া চিমটি খাই। উত্তর: লাউ

খোসা আছে বোটা নাই বলতো কি জিনিস ভাই। উত্তর: ডিম

নাই মুখ নাই কথা টিপ দিলে কয় কথা। উত্তর: রেডিও

দুই অক্ষরের নাম পাখি পৃথিবীতে থাকে শেষের অক্ষর বাদ দিলে সেই নামে ডাকে। উত্তর: কাক

শূন্য ভিটা চিমটি মাটি ফুল ধরেছে পরিপাটি আল্লাহর এমন করুণা সকাল হয়ে থাকি। উত্তর:  তারা

চিলি চিলি পাতা মোটা মোটা ডাল পল্টি পাকা বিচিটি লাল। উত্তর: তেতুল

ভাষা আছে কথা আছে সারা শব্দ নাই প্রাণির সাথে থেকেও তার নিজের প্রাণ নাই । উত্তর:  বই

দুই মায়ের এক সন্তান বলেন দেখি তার কি নাম। উত্তর: দরজার খিল

হাসির ধাঁধা উত্তর সহ


বাংলা ধাঁধা প্রশ্ন উত্তর

এক গাছে হয় তিন তরকারি আজব কথা বলি হাড়ি। উত্তর: কলাগাছ

অন্ধ বাগান বন্ধা গাছ। ফুল ফোটে কিন্তু বারো মাস। উত্তর:  আকাশ তারা

আকাশে ধুমধুম পাতালে কড়া, বাঙল হাঁড়ি লাগল জোড়া। উত্তর:  বিজলী

সবুজ ডাল ধলা রক্ত, রক্ত মনিহার। কাটলে ধলার পেটের মধ্যে, একগাদা বীজ যে তার। উত্তর: পেঁপে গাছ

অষ্ট বয়সে ষোল হাঁট মাছ ধরতে চায় শুকনো ভূমিতে পেতে ঝাল মাছ ধরে চিরকাল।  উত্তর: মাকড়সা

আগাগোড়া বেশি নয়, মাঝে বেশি জল। গাছে গাছে ফলে থাকে, সে কি দেশি ফল। উত্তর: কদম

আগাগোড়া উল্টে পাল্টে যাবেন তিন রোজ। সবটা কারও রাজা নহে, মন্ত্র করে খোঁজ। উত্তর: নিয়তি

আগা কেটে ডাল কেটে, বসাইলাম চারা, ফুল নাই ফল নাই পাতাতেই ভরা। উত্তর: পান

আসন ছেড়ে বছর গেল প্রাপ্তিযুগে কি ফল হল? উত্তর: আপেল

আসল নকল দেখি, মাথা পেট সিক্ত নাকি। সে জোড়া দু’নম্বরটা, তাই নিয়ে যায় শিকারি।  উত্তর: ভেজাল

আসবে তারা যাদের স্বভাব, বাদ ছাড়লে হবে না অভাব। উত্তর: কাক

আকাশে বাতাসে আছি, পৃথিবীতে নেই চাঁদ আর তারায় আছি সূর্যতে নেই।  উত্তর: আকার

অকুল সমুদ্র মেরু জল তাতে নেই, রাশি রাশি স্থলভাগ বাড়িঘর কই?  উত্তর:  মানচিত্র

অনেক সাগর দেখলে ভাই, জলে নানা রঙ। কোন সাগরে আছে বল শুধু লাল রং।  উত্তর: লোহিত সাগর

হাত নেই পা নেই পিঠ দিয়ে চলে পরের জোরে ঘন কৃষ্ণ বনে গিয়ে শিকার ধরে আনে।  উত্তর:  চিরুনি

হাত নেই পিঠ দিয়ে চলে। চাঁদ নয় সূর্য নয়, দিবারাত্রি চলে জ্বলে। উত্তর: নৌকা

অনেকে খায় না, কিছু লোকের খায়। বন্ধুদের না খাওয়ালে, মানহানি হয়। উত্তর: সিগারেট

অক্ষর তার তিন জঙ্গলেতে বাস, শেষেরটা বাদ দিলে হয় সর্বনাশ। মধ্যেরটা বাদ দিলে ঘুরে হপ্তাময়, প্রথম প্রথমটা কেটে নিলে জীব শ্রেষ্ঠ হয়।  উত্তর: বানর

অর্থের লোভে তারা যত পারে নেয়, আবার চাইলে সব অর্থ ফেরত দেয়।  উত্তর: ব্যাংক

হাড়গোড় নাই তার মাংস শুধু আছে রং-টা তার কালো, জলা জায়গায় আছে। উত্তর: জোক

খাই কিন্তু দেখি নাই, তবুও তারে সদা খাই। বল দেখি কি তা ভাই?  উত্তর: বাতাস

জলে জন্ম জলে বাস জল পরলে সর্বনাশ।  উত্তর:  লবণ

এই পারে ঢেউ, ওই পারে ঢেউ মাঝখানে বইয়া রইছে গঙ্গা রাজের বউ। উত্তর: শাপলা

অলপরি কন্যা জলপরী কেশ ছয় মাসের কন্যা নয় মাসের পেটে। উত্তর: কলস

মায়ের দুধ খাই না। মায়ের পাছ ছাড়ে না। উত্তর: মুরগির ছানা

কালো বউয়ের কপালে চিক জামাই এলে করে হিত।  উত্তর: মাসকলাই

আসছে কথা বাড়ছে কথা কানের থেকে কানে বেতার জিনিস আসলে কি বুদ্ধিমানেই জানে। উত্তর:  মোবাইল

হাঁড়ির ভিতর বালির ভিতর হাজার ছেলে নাচে, একটু পরে হয় সে খাবার তপ্ত চুলায় আঁচে। উত্তর:  মুড়ি

কোন ফলের বীজ নেই বল দেখি দাদা বলতে যদি না পারো তো বুঝবো তুমি হাঁদা।  উত্তর: নারকেল

কি শুধু উপরে যায় কিন্তু নিচে নামে না? উত্তর:   বয়স

এক কেজি স্বর্ণ আর এক কেজি তুলার মধ্যে কোনটা বেশি ভারী?  উত্তর: দুটোই সমান কারণ দুটোই এক কেজি

আমি কাটার জন্য রাখি, কিন্তু কেউ ছিড়ে দিলে ভীষণ রাগী। উত্তর:  মাথার চুল

কোন হাসে ডিম পারে না?  উত্তর: ইতিহাস

লম্বা একটা দেহ তার, মাথায় রয়েছে টিকি, টিকিতে আগুন লাগবে দেহের হয় ক্ষতি।  উত্তর: মোমবাতি

কোন দিনটা খুব কাছে কিন্তু কোনদিন এসে পৌঁছায় না।  উত্তর: আগামীকাল

ধাঁধার শ্রেণীবিভাগ

ধাঁধার শ্রেণীবিভাগ হিসেবে ধাঁধাকে মূলত চারটি ভাগে ভাগ করা হয়েছে। যেমন-

  • সাহিত্যিক ধাঁধা
  • আধ্যাত্নিক ধাঁধা
  • আচারমূলক ধাঁধা
  • লৌকিক ধাঁধা

তবে ড.আশুতোষ ভট্টাচার্য বিষয় অনুসারে বাংলা ধাঁধাকে দুটি প্রধান বিভাগে ভাগ করা হয়। যেমন-

  • প্রাকৃতিক বিষয়ক ধাঁধা
  • গার্হস্থ্য বিষয়ক ধাঁধা

ধাঁধা কি কাজে লাগে

ধাঁধা মস্তিষ্কেকে খাটানোর জন্য কোন জুড়ি নেই। এর মাধ্যমে আপনি মস্তিষ্কের চর্চা করতে পারবেন।

ধাঁধার মাধ্যমে কি আইকিউ বাড়ানো যায়

মস্তিষ্কের আইকিউ বাড়াতে ধাঁধা কিছুটা হলেও সহায়তা করে থাকে। কেননা কঠিন সমস্যার সমাধান করলে মানুষের আইকিউ বাড়ে। ধাঁধা পাশাপাশি গণিত চর্চার মাধ্যমে আইকিউ বাড়ানো যায়।

পোষ্ট ট্যাগ

কঠিন ধাঁধা উত্তর সহ, হাসির ধাঁধা উত্তর সহ, রোমান্টিক ধাঁধা উত্তর সহ, সহজ ধাঁধা উত্তর সহ, বুদ্ধির ধাঁধা উত্তর সহ, বাংলা ধাঁধা প্রশ্ন উত্তর, বাংলা ধাঁধা উত্তর সহ, বাচ্চাদের ধাঁধা উত্তর সহ, দুষ্টু মিষ্টি ধাঁধা উত্তর সহ

শেষকথা

আমরা যথেষ্ট চেষ্টা করেছি হাসির ধাঁধা উত্তর সহ আর অনেক মজার মজার ধাঁধা আপনাদের সাথে শেয়ার করেছি। তাই আমাদের দেওয়া ধাঁধা গুলোর মধ্যে কোনগুলো আপনার সবচেয়ে ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুল করবেন না। আর এই ধরনের আরো মজার মজার ধাঁধা পেতে হলে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন কারণ আমরা যথেষ্ট চেষ্টা করি নতুন নতুন ধাঁধা আপনাদের উপহার দেওয়ার জন্য।

Read Also

কষ্টের কিছু বাস্তব কথা, ফেসবুক স্ট্যাটাস, উক্তি

রোমান্টিক ধাঁধা উত্তর সহ। হাসির ধাঁধা উত্তর সহ- 1000 Romatic dahdha

হাসির ধাঁধা উত্তর সহ ফানি প্রশ্ন নতুন কঠিন 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url