১০৫০টি কঠিন ধাঁধা উত্তর সহ দেখে নিন এবং শিখুন

আজকে আমাদের বিষয় হলো কঠিন ধাঁধা উত্তর সহ। বাংলা মজার ধাঁধা সবাই পছন্দ করে দাদা একজন মানুষের জ্ঞানের পরীক্ষা করা যায়। যার জ্ঞান যত বেশি যার বুদ্ধির ক্ষমতা যত বেশি সে তত বেশি ধাঁধার উত্তর দিতে পারে। ধাঁধাকে ব্রেন গেম বলা হয়। ধাঁধা জিজ্ঞেস করে একটা মানুষকে এই কিউ টেস্ট করা যায়। ধাঁধা হলে এমন একটা সংজ্ঞা যা অস্পষ্ট একটা উত্তর।

তাই আজকে আপনাদের সাথে কঠিন ধাঁধা উত্তর সহ এবং বুদ্ধির ধাঁধা উত্তর সহ, আর মজার মজার ধাঁধা আপনাদের সাথে শেয়ার করব। তাই আপনারা যদি এই ধরনের ধাঁধা উত্তর বেশি বেশি জানতে চান এবং আপনার বন্ধুদের সাথে ধাঁধা খেলতে চান তাহলে হাতে একটু সময় নিয়ে আজকে আমাদের লেখা পুরা পোস্টটা মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবেন।

কঠিন ধাঁধা উত্তর সহ


ধাঁধা প্রশ্ন # কাঁচা খাও, পাঁকা খাও খাইতে বড় মিষ্টি আমি যদি খাইতে বলি চটে গিয়ে করো অনাসৃষ্টি।  উত্তরঃ  কলা


ধাঁধা প্রশ্ন # যে মুখে খাই সে মুখে হাগে ওই প্রাণি নিত্য রাত জাগে। উত্তরঃ বাদুর


ধাঁধা প্রশ্ন # বারো মাসের কচি মেয়ে তেরো মাসে পড়ে ডাইনে গন্ডা গন্ডা ছেলে প্রসব করে।  উত্তরঃ কলা গাছ


ধাঁধা প্রশ্ন #  হাত আছে পা নাই, বুক তার কাটা। আস্ত মানুষ গিলে খায় মাথা তার কাটা। উত্তরঃ শার্ট


ধাঁধা প্রশ্ন # বাঘের মত লাফ দেয় কুকুর হয়ে বাসে পানির মধ্যে ছেড়ে দিলে সোলা হয়ে বাসে। উত্তরঃ ব্যাঙ


ধাঁধা প্রশ্ন # প্রাণ নেই বন্ধু নয়, চলে সাথে সাথে আলো পেলে তবে চলে দিনে কিংবা রাতে। উত্তরঃ ছায়া


ধাঁধা প্রশ্ন # দুই অক্ষরের নাম যার সব জায়গায় রায় প্রথম অক্ষর বাদ দিলে খাবার জিনিস হয়, শেষ অক্ষর বাদ দিলে আপনজন হয়।  উত্তরঃ মাটি


ধাঁধা প্রশ্ন # বলতো এক পাউন্ড তুলার ছেয়ে এক পাউন্ড লোহা কে বেশি ভারী?   উত্তরঃ দুটোই সমান


ধাঁধা প্রশ্ন # এই ঘরে যাই ওই ঘরে যায় দুম দমিয়ে আছাড় খাই। উত্তরঃ ঝাঁটা


ধাঁধা প্রশ্ন # লালা চুকটুক ছোট মামা পায়ে পরে অনেক জামা। বলুনতো কি? উত্তরঃ পেঁয়াজ


ধাঁধা প্রশ্ন # হাত নেই পা নেই তবু সে চলে অনাহারে মরে মানুষের অভাব হলে উত্তরঃ ছায়া


ধাঁধা প্রশ্ন # মামা ডাকে মামা বলে, মাও বলে তাই, ছেলে ডাকে মামা বলে বাবাও বলে তাই? উত্তরঃ  চাঁদ মামা


ধাঁধা প্রশ্ন # কোন গাছে হয় না ফুল, তবুও আছে গন্ধ।  উত্তরঃ চন্দন গাছ


ধাঁধা প্রশ্ন #  আগা গোড়া উল্টে পাল্টে, যাবেন তিনি রোজ। সর্বটা কারো রাজা নহে, মন্ত্র করে খোঁজ। উত্তরঃ নিয়তি


ধাঁধা প্রশ্ন # আগা কেটে ডাল কেটে বসাইলাম চারা ফুল নাই ফল নাই পাতাতেই ভরা।  উত্তরঃ পান


ধাঁধা প্রশ্ন # কাঁচাতে তুলতুল পাকাতে টক। লেংটা হয়ে বাজারে যায়, জিভে আসে পানি। উত্তরঃ তেতুল


ধাঁধা প্রশ্ন # কোমর ধরে শুইয়ে দাও কাজ যা করার করে নাও। উত্তরঃ শিল নোড়া।


ধাঁধা প্রশ্ন #কোন শহর খুলতে মানা তা কি তোমার আছে জানা?  উত্তরঃ  খুলনা


ধাঁধা প্রশ্ন # কোন পাখির ডিম নেই বলতো দেখি। বলতে না পারলে বুঝবো বুদ্বি নাই। উত্তরঃ বাদুর


ধাঁধা প্রশ্ন # কোন ফলের উপরটা খায় ভিতরে তার ফুল ভাবতে গেলে তার কথা পন্ডিতের হয় ভুল?  উত্তরঃ চালতা


ধাঁধা প্রশ্ন # কোন ফলের বীজ নেই বল দেখি দাদা। বলতে না পারলে হবে তুমি গাধা। উত্তরঃ নারিকেল


ধাঁধা প্রশ্ন # এইখান থেকে ফেললাম ছুরি, বাঁশ কাটলাম আড়াই কুড়ি। বাঁশের মধ্যে গোটা গোটা।


ধাঁধা প্রশ্ন # আমার বাড়ি ৪০ কোঠা। কোঠার উপর কোট জমি, তার মধ্যে আছে এক রানী।  উত্তরঃ মৌমাছি


ধাঁধা প্রশ্ন # কোন সে রসিক চাঁন, নাকে বসে ধরে কান?> উত্তরঃ চশমা


ধাঁধা প্রশ্ন # লোহার চেয়ে শক্ত তুলার চেয়ে নরম। উত্তরঃ মন


ধাঁধা প্রশ্ন # একটা হলে কাজ হবে না, দুইটি কিন্তু চাই। দুটি পেলে, হবে চাষি ভাই। উত্তরঃ বলদ

কঠিন ধাঁধা উত্তর সহ


ভালোবাসার ধাঁধা উত্তর সহ


ধাঁধা প্রশ্ন # এক বাড়ির দুই দরজা দিয়া জল গড়িয়ে পড়ে, হাওয়া ছাড়া আর হাওয়া নেওয়ার পরে। উত্তরঃ সর্দি


ধাঁধা প্রশ্ন # এক সাথে সাতটা রং কোথায় থাকে বলো। না পারলে বুঝবো তুমি বিজ্ঞানে নহে ভালো। উত্তরঃ রংধনু


ধাঁধা প্রশ্ন # এপার ঝাটি ওপার ঝাটি ঝাটিতে করে পিটা পিটি। উত্তরঃ চোখের পাতা


ধাঁধা প্রশ্ন # এটি পালকের মত হালকা, তবুও কেউ এটি কে বেশি সময় অব্দি ধরে রাখতে পারে না। এটি কি ? উত্তরঃ  নিঃশ্বাস


ধাঁধা প্রশ্ন # নদী আছে জল নেই, জঙ্গল আছে গাছ নেই শহর আছে ঘর নেই, বলেতো দেখি আমি কে? উত্তরঃ নকশা


ধাঁধা প্রশ্ন # কি সবসময় তোমার সামনে আছে কিন্তু তুমি দেখতে পাও না? উত্তরঃ ভবিষ্যৎ


ধাঁধা প্রশ্ন # এমন কি জিনিস যাকে ভাঙতে হয় ব্যবহার করার আগে?  উত্তরঃ ডিম


ধাঁধা প্রশ্ন # আমি তোমার পুরা ঘর ভরে দিতে পারি কোন জায়গায় না নিয়েই! বলো আমি কে?  উত্তরঃ আলো


ধাঁধা প্রশ্ন # কে এতো দুর্বল যে তার নাম বোললেই সে ভেঙে যায়? উত্তরঃ নীরবতা


ধাঁধা প্রশ্ন # প্রতিটি দিকে কি নির্দেশ করতে পারে তবে নিজে সেই গন্তব্য পৌছাতে পারে না। উত্তরঃ আঙ্গুল


ধাঁধা প্রশ্ন # ছয়টি মুখ আছে তবে মেকআপ করে না, ২১ টি চোখ আছে তবে দেখতে পাই না। বলো সেটা কি? উত্তরঃ পাশা  (লুডু খেলার গুটি)


ধাঁধা প্রশ্ন # সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার শব্দটি ব্যবহার না করে তুমি কি টানা তিন দিনের নাম বলতে পারবে?  উত্তরঃ গতকাল, আজ এবং আগামীকাল


ধাঁধা প্রশ্ন # এক যে আছে কালো জঙ্গল, তার মাঝে একটি রানী, রক্ষা করে ৩২ টি সৈনিক, বলো সেটা কি?  উত্তরঃ মূখ


ধাঁধা প্রশ্ন # দেশ রয়েছে তো মানুষ নেই, সমুদ্রের মধ্যে জল নেই, পাহাড়তে পাথর নেই, রেললাইনে ট্রেন নে,ই বন্দরেতে জাহাজ নেই। উত্তরঃ মানচিত্র


ধাঁধা প্রশ্ন # জঙ্গল দিয়া উড়িয়ে চলে, পিছন দিয়ে আগুন জ্বলে।  উত্তরঃ জোনাকি


ধাঁধা প্রশ্ন # কি ডানা ছাড়া উড়ে এবং আগুন ছাড়া জ্বলে।  উত্তরঃ সূর্য


কঠিন ধাঁধা উত্তর সহ



ধাঁধা প্রশ্ন # আমার কাছে আগুন বা তাপ নেই তবে আমি সবকিছুতে আগুন ধরিয়ে দিয়েছি। উত্তরঃ ব্রজ


ধাঁধা প্রশ্ন # হাঁস উড়েছিলে একটি সামনে এবং দুটি পিছনে, একটা পিছনে, আর দুইটা সামনে দুজনের মধ্যে একজন। কতজন ছিল? উত্তরঃ তিন


ধাঁধা প্রশ্ন # হাত আছে পা নেই বুক তার ফাটা, জ্যান্ত মানুষ গিলে খায় নেই তার মাথা।  উত্তরঃ জামা


ধাঁধা প্রশ্ন # জল নয়, বৃষ্টি ও নয় কিন্তু ভিজে সারা, বাড়িঘর ডুবল, ডুবল পাহাড়েরও চূড়া। উত্তরঃ কুয়াশা


ধাঁধা প্রশ্ন # কাঁচাতে যেই ফল সর্বজনীন খাই পাকলে সেই ফল গড়াগড়ি যায়। উত্তরঃ ডুমুর


ধাঁধা প্রশ্ন # তলে মাটি উপরে মাটি তার মধ্যে সুন্দর বেটি। উত্তরঃ হলুদ


ধাঁধা প্রশ্ন # সাগরে তার জন্ম আকাশেতে উড়ে, পর্বতের কাছে মার খেয়ে কেঁদে কেঁদে মড়ে। উত্তরঃ  কুয়াশা


ধাঁধা প্রশ্ন # বন থেকে বেরোলো টিয়ে সোনার টুপুর মাথায় দিয়া।  উত্তরঃ আনারস


ধাঁধা প্রশ্ন # লাল টুকটুক ছোট মামা, গায়ে পড়ে অনেক জামা।  উত্তরঃ পেঁয়াজ


ধাঁধা প্রশ্ন # পোলা কালে বস্তধারী যৌবনে উলঙ্গ, বৃদ্ধকালে জটাধারী, মাঝখানে সুরঙ্গ।  উত্তরঃ বাঁশ


ধাঁধা প্রশ্ন # হাত নেই পা নেই আমি রসিক নাগর, আনায়াসে পার হয় আমি অকুল সাগর।  উত্তরঃ সাপ


ধাঁধা প্রশ্ন # সবকিছু পাড়ি দিয়ে যাই নদীর কাছে গেলে থেমে যায়।  উত্তরঃ রাস্তা


ধাঁধা প্রশ্ন # রাঙ্গা বিবি জামা গায় কাটলে দুই খান হয়।  উত্তরঃ মসুরের ডাল


ধাঁধা প্রশ্ন # চার কোলে চার কুঠি মাঝখানেতে ভিটা টানলে দেখবে সাদা খাইতে কিন্তু মিঠা। উত্তরঃ গাভীর দুধ


ধাঁধা প্রশ্ন # কারো সঙ্গে এলে যায় না ফেলে রাখা, একলা দেখে তাকে তুচ্ছ মনে রাখা। উত্তরঃ

ধাঁধা কি কাজে লাগে

ধাঁধা মস্তিষ্কেকে খাটানোর জন্য কোন জুড়ি নেই। এর মাধ্যমে আপনি মস্তিষ্কের চর্চা করতে পারবেন।

ধাঁধার মাধ্যমে কি আইকিউ বাড়ানো যায়

মস্তিষ্কের আইকিউ বাড়াতে ধাঁধা কিছুটা হলেও সহায়তা করে থাকে। কেননা কঠিন সমস্যার সমাধান করলে মানুষের আইকিউ বাড়ে। ধাঁধা পাশাপাশি গণিত চর্চার মাধ্যমে আইকিউ বাড়ানো যায়।

পোষ্ট ট্যাগ

কঠিন ধাঁধা উত্তর সহ, হাসির ধাঁধা উত্তর সহ, রোমান্টিক ধাঁধা উত্তর সহ, সহজ ধাঁধা উত্তর সহ, বুদ্ধির ধাঁধা উত্তর সহ, বাংলা ধাঁধা প্রশ্ন উত্তর, বাংলা ধাঁধা উত্তর সহ, বাচ্চাদের ধাঁধা উত্তর সহ, দুষ্টু মিষ্টি ধাঁধা উত্তর সহ, বাচ্চাদের ধাঁধা উত্তর সহ

শেষকথা

আমরা যথেষ্ট চেষ্টা করেছি কঠিন ধাঁধা উত্তর সহ আর অনেক মজার মজার ধাঁধা আপনাদের সাথে শেয়ার করেছি। তাই আমাদের দেওয়া ধাঁধা গুলোর মধ্যে কোনগুলো আপনার সবচেয়ে ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুল করবেন না। আর এই ধরনের আরো মজার মজার ধাঁধা পেতে হলে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন কারণ আমরা যথেষ্ট চেষ্টা করি নতুন নতুন ধাঁধা আপনাদের উপহার দেওয়ার জন্য।

Read Also

কষ্টের কিছু বাস্তব কথা, ফেসবুক স্ট্যাটাস, উক্তি

রোমান্টিক ধাঁধা উত্তর সহ। হাসির ধাঁধা উত্তর সহ- 1000 Romatic dahdha

হাসির ধাঁধা উত্তর সহ ফানি প্রশ্ন নতুন কঠিন 

হাসির ধাঁধা উত্তর সহ। ৯৯৯ টি মজার ধাঁধা

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url