রোমান্টিক ধাঁধা উত্তর সহ। হাসির ধাঁধা উত্তর সহ- 1000 Romatic dahdha
রোমান্টিক ধাঁধা উত্তর সহ এই নিয়ে আজকে আমাদের পোষ্ট। বাংলা মজার ধাঁধা সবাই পছন্দ দাদা একজন জ্ঞানের পরীক্ষা। যার জ্ঞান যত বেশি যার বুদ্ধির ক্ষমতা যত বেশি সে তত বেশি ধাঁধার উত্তর দিতে পারে। ধাঁধাকে ব্রেন গেম বলা হয়। ধাঁধা জিজ্ঞেস করে একটা মানুষকে এই কিউ টেস্ট করা যায়। ধাঁধা হলে এমন একটা সংজ্ঞা যা অস্পষ্ট একটা উত্তর।
তাই আজকে আপনাদের সাথে রোমান্টিক ধাঁধা উত্তর সহ, কঠিন ধাঁধা উত্তর সহ এবং হাসির ধাঁধা উত্তর সহ মজার মজার ধাঁধা আপনাদের সাথে শেয়ার করব। তাই আজ তাই আপনারা যদি এই ধরনের ধাঁধা উত্তর বেশি বেশি জানতে চান এবং আপনার বন্ধুদের সাথে ধাঁধা খেলতে চান তাহলে হাতে একটু সময় নিয়ে আজকে আমাদের লেখা পুরা পোস্টটা মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবেন।
রোমান্টিক ধাঁধা উত্তর সহ
এই জিনিসটা আসলে আমার,,,,, কিন্তু আমার কাছে ছাড়াও তা শুধু তোমার কাছে থাকতে পারে,,,!!! কোন জিনিসের কথা বলছি জানেন,,,,,,??? উত্তর: আমার মন
একে চোখে দেখা যায় না,,,,, কিন্তু কার এর কারণে মাথা ঘোরা থেকে বুকে ব্যথা, সবই হয়,,, কার কথা বলছি বলেন,,,,,!!! উত্তর: ভালোবাসা
এতটুকু মেয়ে,,, তার লাল টুকটুকে বরণ রাজা বাদশাও কেঁদে আকুল এমন স্বভাব ধরণ,,,,,!!! উত্তর: পাকা মরিচ
অল্প দিলে ভালো লাগে না,,,, আবার বেশি দিলে বিষ,,,,, প্রেমিক বলে প্রেমিকাকে প্লিজ আন্দাজ মতো দিস,,,, কী সে জিনিস, বলতে পারেন,,,,!!! উত্তর: নুন
আমি তুমি একজন দেখতে এক রুপ,,,, আমি কত কথা কই তুমি কেন থাক চুপ,,,!!! উত্তর: নিজের ছবি
দিন রাতে ছলি ফিরি নাহি মোর অবসর দিন যায় মাস যায়,,, যায় চলে বছর,,,,!!! উত্তর: ঘড়ি
শুরুতে বারণ কর মাথা ছাড়া চলতে বল দুই অক্ষরের সব মিলিয়ে থামবো কোথায় সময়টা বল,,,,!!! উত্তর: নাচ
ছেলেদের প্যন্টে এমন কি থাকে ,,,,, যা মেয়েদের ড্রেসে থাকে না,,,,!!! উত্তর: পকেট
যৌবনে আমি লম্বা,,,, কিন্তু সময় যত এগোতে থাকি তত আমার দৈর্ঘ্য ছোট হতে থাকে,,,, কে আমি বলতে পারেন ,,,,!!! উত্তর: পেনসিল
আমি অন্ ,,, কিন্তু শক্তিশালী আমি যতটা জটিল,,,, ততটা নরম,,,,, কে আমি বলতে পারেন,,,!!! উত্তর: ভালোভাসা
যত টানবে, তত বাড়ব,,,, তোমার বুকের সঙ্গে লেগে থাকব,,,, আবার বিপদে তোমার প্রাণ বাঁচাবো,,,, কে আমি বলুন দেখি,,,!!! উত্তর: সিট বেল্ট
ছোট পুকুর দুটি,,, কালো জলে ভরা মাঝে তাহার কাটে সাঁতার কালো মানিক জোড়া ফেলল পাথর পুকুরেতে জলের ধারা,,,,!!! উত্তর: চোখ
আমি যখন ভিতরে ঢুকি,,,, তখন শক্ত থাকি,,, কিন্তু ধীরে ধীরে নরম হয়ে যায় কে আমি বলুন তো,,, !!! উত্তর: চুইগাম
মুখ নাই কথা বলে, পা নাই হেঁটে চলে।< উত্তর: ঘড়ি
ব্যবহার করার জন্য কোন জিনিসটাকে ভাঙতে হবে,,,!!! উত্তর: ডিম
কম দিলে যায় না খাওয়া বেশি দিলে বিষ মা বলেছে বুঝে শুনে তারপরেতে দিস। উত্তর: লবণ
চার পায়ে বসে আর্ট পায়ে চলে রাক্ষুস নয় খোক্ষস নয় আস্ত মানুষ গিলে। উত্তর: পালকি
যে মুখে খায় সেই মুখে হাগে ওই পানি নিত্য রাত জাগে। উত্তর: বাদুর
সাগর থেকে জন্ম নিয়ে আকাশে করে বাস মায়ের কোলে ফিরে যেতে জীবন হয় লাশ। উত্তর: মেঘ
হাসির ধাঁধা উত্তর সহ। Romatic dahdha bangla
আদার ঘরে থাকি আমি নড়াচড়া করি, একটুখানি খাবার পেলে খাবলে তাকে ধরি। উত্তর: জিব্বা
দাঁড়ায় না সে, বসে নাকো চলায় যে তার কাজ তত্ত্ব তাহার যে না বুঝে মাথায় করে বাজ? উত্তর: সময়
আম নয় জাম নয়, গাছে নাহি দরে সব লোকে ফল বলে, জানে শুধু তারে। উত্তর: পরীক্ষার ফল
কোন টেবিলের পায়া থাকে না জুলে থাকে ছড়ায় না। উত্তর: টাইম টেবিল
কোট কাচারি বিচার শুনি, জন্ম আমার বনে। সবাই আমার পেটে বসে, কষ্ট পায় না মনে। উত্তর: চেয়ার
কোন শহরে খুলতে মানা তোমার কি আছে জানা। উত্তর: খুলনা
হাত দিলে বন্ধ করে সূর্যদয়ে খোলে, ঘুমটা দেওয়ার স্বভাব তার মুখ নাহি তোলে। উত্তর: লজ্জাবতী গাছ
পেট ভরে না তবু খাই সর্ব প্রাণি প্রথম অক্ষর বাদ দিলে খেলার নাম হয়। উত্তর: বাতাস
দশ মাথা এক হাত চলমান তাঁবু, রোদে- জ্বলে তাঁবু মেলে হেঁটে যান বাবু। উত্তর: ছাতা
চার পায়ে বসে মোরা আট পায়ে চলি। বাঘও নয় ভাল্লুকও নই আস্ত কাঁদে ঝুলি। উত্তর: পালকি
এত বড় আঙ্গিনা ঝাড় দিয়ে কুলায় না। কত ফুল ফুটে আছে,,, নাই তার তুলনা। উত্তর: আকাশ ও তারা
কান নাই মাথা নাই পেট ভরে খায়, কাম নাই কাজ নাই, মাথায় নিয়ে ঘুমাই। উত্তর: বালিশ
চারি দিকে কাঁটা বেত মাথায় মুকুট খান সাহেব। উত্তর: আনারস
চক তেকে এলো সাহেব কোট প্যান্ট পড়ে কোট প্যান্ট খোলার পরে চোখ জ্বালা করে। উত্তর: পেঁয়াজ
কাঁচা থাকতে সবাই খায়, পাঁকলে সে গড়াগড়ি খায়। জিনিসটা কি? উত্তর: ডুমুর ফল
কোন জিনিস কাটলে বড় হয়? উত্তর: পুকুর
মেয়েরা জন্মায় এই সম্পদ নিয়ে যা ছেলেদের পাগল করে দেয়। কি সেই সম্পদ জানেন কি? উত্তর: মেয়েদের সৌন্দর্য
আমার কারণে যুদ্ধ হয়েছে অনেক তবু আমাকে ছাড়া বাঁচতে পারে না কেউ। কে আমি? উত্তর: ভালোবাসা
কোন জিনিস কোটি কোটি টাকা দিয়ে কেনা যায় না কিন্তু ভাগ্যবানরা ঠিক পেয়ে যান। জিনিসটা কি? উত্তর: প্রকৃত ভালোবাসা
হাত থাকা সত্ত্বেও কে হাততালি দিতে পারেনা? উত্তর: ঘড়ি
একটা চোখ আছে বটে। তবু দেখতে পাই না কার কথা বলছি? উত্তর: সূচ।
যত নেবেন। তত সে পিছনে ছেড়ে যাবে। কার কথা বলছি জানেন? উত্তর: পদক্ষেপ
আমি উঠতে পারি। কিন্তু আমার পাখা নাই। আমি কাঁদি কিন্তু আমার চোখ নেই। কে আমি বলতে পারেন? উত্তর: মেঘ
সে অদৃশ্য। তবু তাকে ভেঙ্গে চলেছে আমরা। কোন জিনিসের কথা বলছি বলুন তো? উত্তর: প্রতিশ্রুতি
এই জিনিস একান্তই আপনার। কিন্তু অন্য লোকেরা বেশি ব্যবহার করেন। কি জিনিস বলতে পারেন? উত্তর: আমাদের নাম
বুদ্ধির ধাঁধা উত্তর সহ
হেড আছে টেল আছে কিন্তু লেজ নেই। কোন জিনিস এটা? উত্তর: পয়সা
বল কি তার নাম, যার দাঁত আছে কিন্তু কামড় দেওয়া নয় তার কাম্য? উত্তর: চিরুনি
জীবিত থাকলে যারে কবর দেয়, মরে গেলে তারে খুঁড়ে নেই, বলুন তো এই সত্তা কে হয়? উত্তর: চারা
তুমি সব সময় তাকে উত্তর দাও কিন্তু সে কখনো তেমন কোন প্রশ্ন করেনা, বল কে সে? উত্তর: মোবাইল
কোন জিনিস দেখা যায় অনুভব করা যায় কিন্তু ছোঁয়া যায় না উত্তর: ধোয়া
আমি পড়ে গেলে ছোট হয়ে যায়, কিন্তু যে আমাকে দেখে হাসে আমিও তাকে দেখে হাসি,,, বল আমি কে? উত্তর: আইনা
বলত কি সেই গণিতবিদের নাম যার কাছে আছে সকল গণিতের সমাধান? উত্তর: ক্যালকুলেটর
যে সকালে মাথা হারায় কিন্তু রাত হলে তা ফিরে পায়? উত্তর: বালিশ
কোন জিনিস একবার খেলে আর খেতে চান না, আপনাকে না জানিয়ে খাওয়ানো হয়। উত্তর: ধোকা
কোন গ্রামে মানুষ নেই বলেন তো দেখি? উত্তর: টেলিগ্রাম
কি নামতে পারে, কিন্তু উঠতে পারেনা? উত্তর: বৃষ্টি
ব্যবহার করার জন্য কোন জিনিসটি ভাঙতেই হবে? উত্তর: ডিম
আমি কাঁদাই আমি হাসাই নই আমি প্রাণি, আমায় দেখে সবাই ক্ষনিক ভোলে ব্যাথার বাণী। উত্তর: সিনেমা বা নাটক
কি যা শহরের মধ্যে দিয়ে যায়, পাহাড়ের মধ্যে দিয়ে যায়, জঙ্গলের মধ্যে দিয়ে যায়, কিন্তু নড়তে পারে না? উত্তর: রাস্তা
চোর নয় ডাকাত নয় তবু কয়েদী ঘরে। সময় মতো ঘাড় ধরে তার মুখ ঘষে খুব করে। বলতো কি? উত্তর: দিয়াশলাই
ঢোকে না, তবু ঢোকাও, কেন পরের মেয়ে কাদাও পারলে উত্তর দাও। উত্তর: হাতের চুড়ি
উপর থেকে পড়লো বুড়ি রঙিন জামা গায়। যে পায় সে ঘরে নিয়ে, রস করে খাই। উত্তর: তাল
ফুটোর মাঝে ডুকিয়ে নাড়াচাড়া করে কখনো বোজে, কখনও খুলে থাকে ঘরে। উত্তর: তালাচাবি
এক গাছ বহু ফল, গায়ে কাঁটা পাকলে ছাড়াও যদি, হাতে লাগে আঠা। উত্তর: কাঁঠল
ধাঁধা কি কাজে লাগে
ধাঁধা মস্তিষ্কেকে খাটানোর জন্য কোন জুড়ি নেই। এর মাধ্যমে আপনি মস্তিষ্কের চর্চা করতে পারবেন।
ধাঁধার মাধ্যমে কি আইকিউ বাড়ানো যায়
মস্তিষ্কের আইকিউ বাড়াতে ধাঁধা কিছুটা হলেও সহায়তা করে থাকে। কেননা কঠিন সমস্যার সমাধান করলে মানুষের আইকিউ বাড়ে। ধাঁধা পাশাপাশি গণিত চর্চার মাধ্যমে আইকিউ বাড়ানো যায়।
ধাঁধার প্রশ্নের উত্তর কিভাবে পাব
আপনি যদি রোমান্টিক ধাঁধা উত্তর সহ আর অন্য কোন ধাঁধা জানেন এবং জানতে চান তাহলে আমাদের এই আর্টিকেল আপনার ধাঁধাটি কমেন্ট করুন আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য।
পোষ্ট ট্যাগ
কঠিন ধাঁধা উত্তর সহ, হাসির ধাঁধা উত্তর সহ, রোমান্টিক ধাঁধা উত্তর সহ, সহজ ধাঁধা উত্তর সহ, বুদ্ধির ধাঁধা উত্তর সহ, বাংলা ধাঁধা প্রশ্ন উত্তর
শেষকথা
আমরা যথেষ্ট চেষ্টা করেছি রোমান্টিক ধাঁধা উত্তর সহ আর অনেক মজার মজার ধাঁধা আপনাদের সাথে শেয়ার করেছি। তাই আমাদের দেওয়া ধাঁধা গুলোর মধ্যে কোনগুলো আপনার সবচেয়ে ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুল করবেন না। আর এই ধরনের মজার মজার ধাঁধা পেতে হলে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন কারণ আমরা যথেষ্ট চেষ্টা করি নতুন নতুন ধাঁধা আপনাদের উপহার দেওয়ার জন্য।
read also
রাতে তারাতারি ঘুম আসার উপায় জানুন
কষ্টের কিছু বাস্তব কথা, ফেসবুক স্ট্যাটাস, উক্তি
ভালবাসার লোকটির বুদ্ধির পরীক্ষা নেবে এই প্রেমের ধাঁধা গুলি ..