এসএসসি রেজাল্ট দেখার নিয়ম সম্পূর্ণভাবে জেনে নিন। 2022 BEST

আজকে আমি আপনাদেরকে জানাবো কিভাবে এসএসসি রেজাল্ট বের করবেন এবং বের করতে কি কি প্রয়োজন হবে এবং কিসের মাধ্যমে এসএসসি রেজাল্ট বের করতে পারবে এবং যাবতীয় সকল পরীক্ষার রেজাল্ট বের করার বিস্তারিত নিয়ম। সেজন্য আমি একটা পোস্ট নিয়ে এসেছি এসএসসি রেজাল্ট দেখার নিয়ম সবকিছু ভালোভাবে জানতে  এই পোষ্টটি সম্পূর্ণভাবে পড়ে নিন।

এসএসসি রেজাল্ট দেখার নিয়ম

দেশের সাধারণ 9 টি শিক্ষা বোর্ডের এসএসসি, মাদ্রাসা বোর্ডের দাখিল এবং কারিগরি বোর্ডের ভোকেশনাল(এসএসএস-দাখিল) রেজাল্ট অনলাইনে পাওয়া যাবে।

শিক্ষা বোর্ড বাংলাদেশ ওয়েবসাইট থেকে, শুধুমাত্র পরীক্ষার্থীর রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে অনলাইনে রেজাল্ট দেখা যাবে।

শুধু তাই নয়, এখানে দেশের সকল শিক্ষা বোর্ডের1996 থেকেই  ২০২২  সালের এসএসপি, এইচএসসি সমমান পরীক্ষার রেজাল্ট সংরক্ষিত আছে এবং ওখান থেকে যেকোনো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল পাওয়া যাবে।

2022 সালের অথবা যে কোন সালের পরীক্ষার রেজাল্ট জানতে হলে educationboardresults.gov.bd ওয়েব সাইটটি ভিজিট করলে।

এসএসসি রেজাল্ট দেখার নিয়ম
এসএসসি রেজাল্ট দেখার নিয়ম

আশা করি বোর্ড রেজাল্ট সার্চ পাতার সন্ধানটি  ভিজিট করলে, নীচের ইমেজের মত ইন্টারমিডিয়েট এবং সেকেন্ডারি এডুকেশন বোর্ড বাংলাদেশ নামক একটি পেজ ওপেন হবে। এই রেজাল্ট সার্চ পাতার পরীক্ষার্থীর কিছু তথ্য নির্বাচন ও ফলাফল, সবশেষে জমা দিন বাটনে ক্লিক করুন কয়েক সেকেন্ডের মধ্যে রেজাল্ট পাবেন। 

Examination: এখানে পরীক্ষার্থীর পরীক্ষার নাম নির্বাচন করুন। যেমন- SSC/dakhil, এসএসসি ভোকেশনাল হলে SSC(Vocational) নির্বাচন করুন।

Year: এখানে পরীক্ষার বছর নির্বাচন করুন। যেমন- 2022 আপনি যত সালের পরীক্ষার্থী।

Board: পরীক্ষার্থীর নিজ বোর্ড নির্বাচন করুন। যেমন- চট্টগ্রাম, ঢাকা যে বোর্ডের পরীক্ষা দিচ্ছেন

Roll: জায়গায় পরীক্ষার্থীর নিজের রোল নম্বর ইংরেজী সংখ্যায় লিখতে হবে।

Reg: No: পরীক্ষার্থীর নিজ রেজিস্ট্রেশন নম্বর ইংরেজী সংখ্যায় লিখতে হবে

6+9: এখানে যে দুটি  সংখ্যা থাকবে, সেটির যোগফল ডানের ঘরে ইংরেজী সংখ্যায় লিখতে হবে।

Submit: সবশেষে Submit বাটনে ক্লিক করে কিছুক্ষণ সময় অপেক্ষা করলে, নতুন পাতায় শিক্ষার্থীর গ্রেড পয়েন্ট সহ রেজাল্ট দেখতে পাবেন।

এসএমএস এর মাধ্যমে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম

এসএমএসের মাধ্যমে ইন্টারনেট কানেকশন ছাড়া যেকোনো রেজাল্ট বাহির করা সম্ভব ঠিক আছে আপনি টেলিটক সিম থেকে রেজাল্ট দেখলে খুব তাড়াতাড়ি রিপ্লাই দেবে। এর কারণ রেজাল্টের সকল সার্ভার টেলিটক সিম নিয়ন্ত্রণ করে। এসএমএসের মাধ্যমে অন্য যেকোনো অপারেটর থেকে রেজাল্ট বের করা যায়। তবে সে ক্ষেত্রে এসএমএস পেতে কিছুটা বিলম্ব হতে পারে। তবে এখন সকল সিমে এসএমএসের মাধ্যমে রেজাল্ট বের করা অনেক সহজ।

এসএমএসের মাধ্যমে  পিএসসি রেজাল্ট বের কর নিয়ম

DPE<SPACE> THANA/UPAZILA CODE NUMBER<SPACE> PSC ROLL NUMBER লিখে সেন্ড করুন 16222 এই নাম্বারে

উদাহরণঃ DPE 4300 1245789

এসএমএসের মাধ্যমে  জিএসসি রেজাল্ট বের কর নিয়ম

JSC<SPACE>1st three letterers of Education Board Name< space <Roll> Year লিখে সেন্ড করুন 16222 এই নাম্বারে

যেমনঃ SSC CHI 1245789 2022

এসএমএসের মাধ্যমে এসএসসি রেজাল্ট বের কর নিয়ম

SSC<SPACE>1st three letterers of Education Board Name< space <Roll> Year লিখে সেন্ড করুন 16222 এই নাম্বারে

যেমনঃ SSC DHA 12457758 2022

এসএমএসের মাধ্যমে এইসএসসি রেজাল্ট বের কর নিয়ম

HSC<SPACE>1st three letterers of Education Board Name< space <Roll> Year লিখে সেন্ড করুন 16222 এই নাম্বারে

যেমনঃ SSC CHITTGONG 1245978 2022

এসএমএসের মাধ্যমে দাখিল রেজাল্ট বের কর নিয়ম

DAKHIL<SPACE> MAD <SPACE > ROLL <SPACE> YEAR লিখে সেন্ড করুন 16222 এই নাম্বারে

উদাহরণঃ DAKHIL MAD  1245789 2022

প্রত্যেক বোর্ডের প্রথম তিন অক্ষর

এসএসসি রেজাল্ট দেখার নিয়ম এবং প্রত্যেক বোর্ডের প্রথম তিন অক্ষর জেনে নিন।

ঢাকা বোর্ডDHA
কুমিল্লা বোর্ডCOM
চট্টগ্রাম বোর্ডCHI
মাদ্রাসা বোর্ডMAD
যশোর বোর্ডJES
রাজশাহি বোর্ডRAJ
দিনাজপুর বোর্ডDIN
সিলেট বোর্ডSYL
টেকনিক্যাল বোর্ডTEC
বরিশাল বোর্ডBAR

আরো জানুনঃ সিম কার নামে নিবন্ধন করা আছে কিভাবে জানবো?

বোর্ড চ্যালেঞ্জ

অনেকে আসানরূপ ফলাফল যা আশা করেছে তা হয় না। সেই জন্য তারা অনেকেই বোর্ড চ্যালেঞ্জ করে থাকে। আর সেই বোর্ড চ্যালেঞ্জ করতে কিছু নিয়ম কানুন আছে। সাধারণত রেজাল্ট দেওয়ার পরবর্তী থেকে বোর্ড চ্যালেঞ্জ বা পুনঃনিরীক্ষণের আবেদন করা যায়। এতে করে নির্দিষ্ট ফি প্রদান করে আপনাকে আবেদন করতে হবে। বোর্ড চ্যালেঞ্জ করার জন্য বিস্তারিত জানতে হলে এই লিংকে ক্লিক করুন বোর্ড চ্যালেঞ্জ বিস্তারিত ২০২২

কারিগরি বোর্ডের রেজাল্ট দেখার নিয়ম

কারিগরি বোর্ডের রেজাল্ট নিতে হবে সাধারণত অন্য নিয়মে ওয়েবসাইটের মাধ্যমে নিতে পারেন তা ছাড়া এসএমএসের মাধ্যমে ফলাফল নিতে পারবেন। সে ক্ষেত্রে আপনি যে পরীক্ষার রেজাল্ট নিতে চান সেটির নিয়ম অনুসরণ করতে হবে। ধরেন আপনি এসএসসি পরীক্ষার রেজাল্ট নিবেন তাহলে তাহলে এসএসসি পরীক্ষার রেজাল্ট বের করার নিয়ম পালন করুন। শুধুমাত্র 1st three letterers of Education Board  এই বোর্ডের নামের জায়গায় প্রথম তিন অক্ষর tec লিকে দিবেন।

উদাহরণঃ SSC<SPACE> tec < space <Roll> Year লিখে সেন্ড করুন 16222 এই নাম্বারে

আরো জানুনঃ ন্যাচারাল ভাবে মোটা হওয়ার ঔষধের নাম জেনে নিন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url